ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় হতাহতের ঘটনায় ইসরায়েলিদের সহমর্মিতা জানাতে এবং দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করতে যুদ্ধের ১৭তম দিনে তেলআবিব সফর করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,স্থানীয় সময় মঙ্গলবার (২৪ অক্টোবর) তিনি ইসরায়েলের রাজধানী তেলআবিব পৌঁছেছেন।সফরকালে তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ,প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ উচ্চ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করবেন।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর পশ্চিমা বিশ্বের পঞ্চম সরকারপ্রধান হিসেবে ইসরায়েলের মাটিতে পা রাখলেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। যুদ্ধের মধ্যেই সর্বপ্রথম দেশটিতে সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফর করেন। পরবর্তীতে সহমর্মিতা জানাতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েল সফর করেছেন।
ফরাসি প্রেসিডেন্টের অফিস এলিসি প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রতি ‘পূর্ণ সংহতির’ বহিঃপ্রকাশ ঘটাতে এবং ইসরায়েলিদের মুক্তি দিতে হামাসকে চাপ দেওয়ার পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিনিদের মধ্যে একটি প্রকৃত শান্তি প্রক্রিয়া শুরু করাই ইমানুয়েল ম্যাঁক্রোর তেল আবিব সফরের উদ্দেশ্য।
গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় ইসরায়েলে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৯ জন ফরাসি নাগরিক রয়েছেন।নিখোঁজ রয়েছেন আরো ৭জন।তাদের মধ্যে এক নারী হামাসের হাতে জিম্মি বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিরাও একই পরিস্থিতিতে থাকতে পারেন বলে বিশ্বাস করেন ফরাসি প্রেসিডেন্ট। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়, আরো বলা হয়, তেল-আবিবে হামাসের হামলায় নিহত বা জিম্মি ফরাসি এবং ফরাসি-ইসরায়েলি নাগরিকদের পরিবারগুলোর সঙ্গেও দেখা করবেন সফররত ফরাসি প্রেসিডেন্ট।