আর্কাইভ থেকে এশিয়া

বর্বরোচিত! বৃদ্ধা মাকে পুড়িয়ে মারলো ছেলে

বর্বরোচিত! বৃদ্ধা মাকে পুড়িয়ে মারলো ছেলে
পছন্দ মতো রান্না করেনি বৃদ্ধ মা, খেতেও দিচ্ছিল না সময় মতো। এই ‘অপরাধে’ মা-কে বেধড়ক মারধর করে পুড়িয়ে মারল ছেলে। এমন ভয়ংকর ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায়। প্রতিবেশীরা চমকে যান গুণধর ছেলের কাণ্ডে। তারাই পুলিশে খবর দেন। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ছেলেকে। বুধবার পুলিশ জানায়, রেভদন্ডার নবখার গ্রামে নৃশংস ঘটনাটি ঘটেছে। মৃত বৃদ্ধার নাম চানগুনা নামদেও খোট। ছেলে জয়েশের সঙ্গে রান্না করা ও খেতে দেয়া নিয়ে বচসা হয়েছিল তার। এর পরেই মাথায় আগুন চড়ে যায় ছেলের। প্রথমে মাকে বেধড়ক মারধর করেন যুবক। এর পর উঠোনে টেনে এনে বৃদ্ধার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন তিনি। প্রতিবেশীরা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ। তাকে দ্রুত স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়। রেভদন্ডা থানার এক কর্মকর্তা জানিয়েছেন, আলিবাগের ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধার। এদিকে ঘটনার পরেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত যুবক। তদন্তে নেমে গ্রামের কাছের একটি জঙ্গল থেকে তাকে পাকড়াও করে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বর্বরোচিত | বৃদ্ধা | মাকে | পুড়িয়ে | মারলো | ছেলে