Connect with us

ফুটবল

মেসি-রোনালদোকে অ্যালিয়েন ভাবেন ত্রিনকাও

Published

on

জাতীয় দলে তিনি খেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আর ক্লাব ফুটবলে তার সতীর্থ লিওনেল মেসি। ফলে নিজের উন্নতির জন্য উদাহরণ বা অনুপ্রেরণার কমতি নেই পর্তুগালের ২০ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের জন্য। যিনি চলতি মৌসুমে যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়।

এখনও পর্যন্ত কাতালান ক্লাবটির হয়ে ৭ ম্যাচ খেলেছেন ত্রিনকাও আর জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ৬ ম্যাচে। ফলে মেসি ও রোনালদোর সঙ্গে প্রায় সমান ম্যাচ খেলার অভিজ্ঞতাই রয়েছে তার। সে অভিজ্ঞতার আলোকে দুজনকেই এলিয়েন তথা ভিনগ্রহের খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন এ তরুণ উইঙ্গার।

তবে ত্রিনকাওয়ের মতে, মেসি-রোনালদো দুজন আবার ভিন্ন দুই রকমের এলিয়েন। যাদের খেলার ধরন ভিন্ন এবং ক্যারিয়ার সম্পর্কে দৃষ্টিভঙ্গিও আলাদা। রোনালদো যেখানে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ক্লাব পরিবর্তন করে থাকেন, সেখানে মেসি বার্সেলোনায়ই থেকে যাবেন বলে বিশ্বাস ত্রিনকাওয়ের।

মুন্ডো ডেপোর্টিভোকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মনে করি, সে (বার্সেলোনায়) থেকে যাবে। ড্রেসিংরুমে তাকে সবসময় শান্ত দেখি এবং অনুশীলনের জন্য অপেক্ষা করতে থাকে। আমার মতে, লিওকে আরও দীর্ঘসময় বার্সেলোনায় উপভোগ করতে পারব আমরা।’

মেসির বড় ভক্ত ত্রিনকাও, রোনালদোরও গুণমুগ্ধ। দুজনের মধ্যে কে সেরা? এমন প্রশ্নের জবাবে তার উত্তর, ‘তারা দুজন (মেসি ও রোনালদো) পুরোপুরি ভিন্ন দুইরকমের এলিয়েন। ইতিহাসের সেরাদের দুইজন তারা। বাম পায়ের খেলোয়াড় হিসেবে আমি মেসিকে ভালোবাসি। তবে ক্রিশ্চিয়ানো আমার স্বদেশি, অসাধারণ এক খেলোয়াড়। দুজনের মধ্যে সেরা খুঁজতে যাওয়া অন্যায় হবে।’

Advertisement

গত আগস্টে যখন মেসির ক্লাব ছাড়া বিষয়ক ঘটনার সূত্রপাত হলো, তখন ত্রিনকাও চেয়েছিলেন তিনি (মেসি) যেন ইতালিয়ান জুভেন্টাসে নাম লেখান। যাতে করে সময়ের সেরা দুই ফুটবলার মেসি ও রোনালদোকে একই দলে খেলতে দেখা যায়।

ত্রিনকাও বলেছেন, ‘যখন মেসির সেই ক্লাব ছাড়ার বিষয় এলো, তখন আমি আশা করেছিলাম সে যেন জুভেন্টাসে যায়। এতে আমরা তাদের দুজনকে একসঙ্গে দেখতে পারতাম। তবে আমার মতে, মেসি এখন যেখানে আছে সেটাই তার জায়গা এবং বার্সেলোনার মতো বড় ক্লাবেই তার শেষ করা উচিত।’

এস

ফুটবল

জাভির বরখাস্ত নিয়ে মুখ খুললেন বার্সা সভাপতি

Published

on

গেটি ইমেজ

জাভি হার্নান্দেজকে বরখাস্ত করা হয়েছে বার্সেলোনার কোচের দায়িত্ব থেকে। বার্সার সাবেক এই খেলোয়াড়কে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, তা দেখে সমর্থকেরাও হতাশ হয়েছেন। এবার ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা ব্যাখ্যা করলেন, কেন চলে যেতে হয়েছে জাভিকে।

জাভিকে নিয়ে বেশ খানিকটা জলঘোলা হয়েছে। একবার এই স্প্যানিশ তারকা ক্লাব ছেড়ে দেবেন বলে মনস্থির করেছিলেন। এরপর আবার সিদ্ধান্ত নেন থেকে যাবেন। যখন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তখন তাকে বরখাস্ত হতে হবে- তা আসলে কেউ তেমন ভাবেনি।

ক্লাবটির সভাপতি লাপোর্টা বলেন, ‘জাভি বেশ ভালো কাজ করেছে। যখন দলের কঠিন সময় ছিল, তখন সে দায়িত্ব নিয়েছে। শেষ বছর সে লিগ ও সুপার কাপ জেতে। এই মৌসুমে ভালো যায়নি আমাদের।‘

জাভি একবার চেয়েছিলেন ক্লাব ছাড়তে। এরপর আবার দায়িত্ব চালিয়ে যান। তবে স্পোর্টস ডিরেক্টরের সাথে একটি বৈঠকের পর জাভি আবারও নিজের মন বদলে ফেলেন বলে জানিয়েছেন লাপোর্তা। এরপর ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় এখন নতুন কাউকে দরকার।

জাভিকে বরখাস্ত করার পর হানসি ফ্লিককে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। ফ্লিক বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

ভিনিসিয়াসকে ব্যালন ডি’আরের দাবিদার মনে করেন নেইমার

Published

on

রিয়াল মাদ্রিদের হয়ে এবারের দুর্দান্ত মৌসুম কাটানো ভিনিসিয়াস জুনিয়রের হাতে ব্যালন ডি’অর দেখতে চান নেইমার জুনিয়র।

সোমবার সাও পাওলোয় নিজের প্রতিষ্ঠান ‘নেইমার জুনিয়র ইনস্টিটিউট’-এর একটি চ্যারিটি অনুষ্ঠানে ব্রাজিলের সংবাদমাধ্যম ব্যান্ড স্পোর্টসকে সাক্ষাৎকার দেন নেইমার। সেখানে বলেন, ২০২৪ সালের ব্যালন ডি’অর ভিনিসিয়ুসের প্রাপ্য।

আল হিলাল তারকা বলেন, ‘ভিনির ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি ব্যালন ডি’অর আজ তার। (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল) ম্যাচের আগে ও পরে (তাকে) বার্তা পাঠিয়েছিলাম। সে এমন একটি ছেলে, যাকে আমি খুব পছন্দ করি, ফুটবল আমাকে একজন দারুণ বন্ধু দিয়েছে। সে অবশ্যই ব্যালন দ’রের মুকুট পরবে।’

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মাদ্রিদের এমবাপ্পেকে অভিনন্দন জানালেন রোনালদো

Published

on

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন। খবরটি অবশেষে ‘অফিশিয়াল’ হয়ে গেল। এমবাপ্পে এখন মাদ্রিদের হয়ে প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নেবে। দর্শকদের উচ্ছ্বাস আরো বেড়ে যাবে। যারা মাদ্রিদের সমর্থকদের তারা তো অপেক্ষা করে আছেন কখন এমন সব মুহূর্ত ধরা দেবে তাদের চোখে। আর এদিকে এমবাপ্পেকে শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রিদের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু রোনালদো নয় সার্জিও রামোস, ডেভিড বেকহাম, মার্সেলো- তারাও অভিনন্দন জানিয়েছে।

সোমবার (৩ জুন) অবশেষে মাদ্রিদের কাছ থেকে ঘোষণা চলে এলো। এমবাপ্পেও নিজের অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ইন্সটাগ্রাম) লিখেছেন। ফ্রান্সের এই তারকা ফুটবলার অভিব্যক্তি জানিয়েছেন, ‘স্বপ্ন সত্যি হয়ে গেল। অনেক বেশি খুশি ও গর্বিত আমার স্বপ্নের ক্লাবে যুক্ত হতে পেরে। কেউ বুঝতে পারবে না, কতটা রোমাঞ্চিত আমি এখন। মাদ্রিদিস্তা, আপনাদের দেখতে তর সইছে না। অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। হালা মাদ্রিদ!’

এখানে রোনালদো কমেন্ট করেছেন, ‘এখন আমার দেখার সময়। রোমাঞ্চিত বোধ করছি তোমাকে বার্নাব্যুতে দেখতে।‘

এমবাপ্পে ও মাদ্রিদের মধ্যে ৫ বছরের চুক্তি হয়েছে। সম্প্রতি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version