Connect with us

ক্রিকেট

৩৭০ রানের রোমাঞ্চকর ম্যাচে ভারতকে হারাল ইংল্যান্ড

Published

on

মনের ইচ্ছার উপরও যে তারুণ্য অনেকটা নির্ভর করে রোড সেফটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সিরিজে তার প্রমাণ দিলেন অবসরে যাওয়া ক্রিকেটাররা। সময় সুযোগ পেলে যে তারাও কম যান না তারও প্রমাণ দিলো ইংল্যান্ড-ভারতের লিজেন্ডসরা

রোড সেফটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সিরিজে ভারত-ইংল্যান্ডের লিজেন্ডরা চার-ছক্কার ফোয়ারা ৩৭০ রানের রোমাঞ্চকর ম্যাচে উপহার দিয়েছে গতকাল। এমন ম্যাচে শচীনের ভারতকে ৬ রানে হারিয়েছে পিটারসেনের ইংল্যান্ড।

গতরাতে রায়পুরে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শচিন টেন্ডুলকার। ইনিংস ওপেন করতে নেমে অধিনায়ক পিটারসেন ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান মাত্র ১৮ বলে । ৫০ রানে পৌঁছতে কেপি ৪টি চার ও ৫টি ছক্কা মারেন। যা টুর্নামেন্টের সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড।

শেষ পর্যন্ত ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৭৫ রানে আউট হন পিটারসেন। ইরফান পাঠানের বলে উইকেটকিপার নমন ওঝার হাতে ধরা পড়েন তিনি। এ ছাড়াও ফিল মাস্টার্ড ১৪, ড্যারেন ম্যাডি ২৯, ক্রিস শোফিল্ড ১৫, হ্যামিল্টন ১৫ ও ট্রেমলেট ১২ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তোলে। ।

জবাবে ইংলিশ বোলাররা শুরুতেই স্বাগতিকদের কোনঠাসা করে রাখে। দলীয় ১৭ রানের মধ্যেই শচীন, শেবাগ ও কাইফের উইকেট তুলে নেয় ইংলিশরা। যার ফলে রানের গতিও কমে যায়। একসময় ভারতের লিজেন্ডসরা ১১৯ রানে মধ্যেই ৭ উইকেট হারালেও সেখান থেকে দলকে টেনে জয়ের স্বপ্ন দেখান ইরফান পাঠান ও মানপ্রীত গণি। শেষ ৩ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৮ রান। ঝড়ো ব্যাটিংয়ে সেই সমীকরণ শেষ এক ওভারে ১৯ রানে আনেন ইরফান ও গনি। কিন্তু সাইডবটমের শেষ ওভারে ৬ বলে ১২ রান নিতে সক্ষম হন তারা। যার ফলে ৬ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

Advertisement

এএ

ক্রিকেট

বাংলাদেশের কোচ হিসেবে থাকছেন না মুশতাক

Published

on

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিলো পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদকে।  বিশ্বকাপের পর তার সাথে লম্বা চুক্তির কথা ভাবছিল বিসিবি।

কিন্তু ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুশতাক। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে এই খবর।

এদিকে বিসিবির সূত্রও জানিয়েছে এই খবর। জানা গেছে, আগে থেকেই ইসিবির সঙ্গে চুক্তিবদ্ধ পাকিস্তানের এই কিংবদন্তি। মাঝখানের ফাঁকা সময়টাতে কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে। তাই বিসিবি লম্বা সময়ের জন্য মুশতাককে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিতে চাইলেও আপাতত তা সম্ভব হচ্ছে না।

 

 

Advertisement

 

 

 

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

শ্রীলঙ্কার দায়িত্ব নিলেন জয়াসুরিয়া

Published

on

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবেই এমন পারফরম্যান্স প্রভাব ফেলেছে দলে। আর তার ফলস্বরূপ দলটির কোচ ক্রিস সিলভারউড প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এবার সাবেক লঙ্কান ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়াকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

মূলত আসন্ন দুইটি সিরিজের জন্য জয়াসুরিয়াকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। চলতি মাসের শেষে ভারতের বিপক্ষে ৩ টি টি-টোয়েন্টি ও ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৩ টি টেস্ট ম্যাচের সূচি রয়েছে।

এই দুই সিরিজে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জয়াসুরিয়া। যেখানে তাকে পর্যবেক্ষণ করে পরবর্তী চিন্তা করবে শ্রীলঙ্কা বোর্ড।

শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে জয়াসুরিয়ার কাজ করার অভিজ্ঞতা পুরোনো। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরামর্শক ছিলেন তিনি। তার আগে প্রধান নির্বাচকের ভূমিকাতেও ছিলেন তিনি।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

দ্রাবিড়কে ‘ভারতরত্ন’ পুরস্কার দেয়ার আহ্বান গাভাস্কারের

Published

on

খুব বেশি দিন হয়নি ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। দলটির প্রধান কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ পর্যন্তই দায়িত্বে ছিলেন তিনি। এই কোচকে নিয়ে নানা আলোচনা চলছে। প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মাধ্যম থেকে।

এবার ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার দ্রাবিরের ব্যাপারে মন্তব্য করলেন। ভারতের সবচেয়ে সম্মানজনক নাগরিক পুরস্কার ‘ভারতরত্ন’- সেই পুরস্কার দ্রাবিড়কে দেয়া উচিত বলে জানিয়েছেন গাভাস্কার।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র শচীন টেন্ডুলকার ভারতরত্ন জিতেছেন। একজন সাবেক ক্রিকেটার ও কোচ হিসেবে দ্রাবিড়ের অবদান স্মরণ করিয়ে দেন গাভাস্কার। তিনি বলেন, ‘ভারতীয় সরকার তাকে (দ্রাবিড়) ভারতরত্ন পুরস্কারে ভূষিত করলে, সেটাই তার জন্য উপযুক্ত হবে।’

একটি লিখিত কলামে এ কথা উল্লেখ করেছেন গাভাস্কার। তিনি আরও জানিয়েছেন, দ্রাবিড়ের অধীনে পুরো ভারত দারুণ উচ্ছ্বাসে ভেসে গেছে। দেশটি বহুদিন পর আইসিসি শিরোপা জিতেছে। গাভাস্কার সবাইকে এক হতে অনুরোধ করেছেন। এবং দ্রাবিড়ের পক্ষে আওয়াজ তুলতে বলেছেন।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version