টিপ পরায় লাঞ্ছনা: হেফাজতে উত্ত্যক্তকারী সেই পুলিশ কনস্টেবল

রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের প্রভাষককে ‘টিপ পরা’ নিয়ে পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি উত্ত্যক্ত করার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে হেফাজতে নেয়া হয়েছে। 

আজ সোমবার (৪ এপ্রিল) সকালে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার এ তথ্য জানান।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কনস্টেবল নাজমুলকে চিহ্নিত করেছেন তারা। 

হেফাজতে নেয়া পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে, জানান ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। 

গেলো শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে টিপ পরায় পুলিশের হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়ে ঢাকার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার 
শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশের পোশাক পরা একজনের বিরুদ্ধে ‘ইভটিজিং’ এবং ‘প্রাণনাশের চেষ্টা’র অভিযোগ করা হয় ওই জিডিতে।

গেলো শনিবার ‘ টিপ পরা’ নিয়ে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। হেনস্থাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলো রোববার (৩ এপ্রিল) সংসদে দাবি জানান সংসদ সদস্য, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

Recommended For You

Exit mobile version