বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয় তাকে। আরেকজন দারুণ পরিচালক। ‘লগান’ ছবির শুটিং ফ্লোর থেকে আলাপ। এরপর বন্ধুত্ব, প্রেম এবং ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
ভালোই চলছিল তাদের সংসার। সারোগেসির মাধ্যমে আমির ও কিরণের জীবনে এসেছে পুত্র আজাদ রাও খান। কিন্তু হঠাৎই ২০২১ সালে আমির ও কিরণ দুজনেই ঠিক করেন আলাদা হবেন। তবে থাকবে বন্ধুত্ব। শোনা যাচ্ছে, সেই বন্ধুত্বকে সঙ্গী করেই ফের এক ছাদের তলায় আসছেন আমির ও কিরণ!
ব্যাপারটা তবে খোলসা করেই বলা যাক। জানা গেছে, আমির ও কিরণকে একসঙ্গে আনছেন করণ জোহার। তার টক শো ‘কফি উইথ করণে’ই একসঙ্গে দেখা যাবে আমির ও কিরণকে। তবে এই প্রথম নয়, এর আগেও এই টক শোয়ে একসঙ্গে অংশ নিয়ে ছিলেন কিরণ ও আমির। সূত্র বলছে, আমির ও কিরণকে দিয়েই নাকি শেষ হবে এবারের ‘কফি উইথ করণ’।
প্রসঙ্গত, বিচ্ছেদ ঘোষণা করে আমির ও কিরণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। যেখানে তারা লিখেছিলেন, ‘এই ১৫ বছরের দাম্পত্যে আমরা দু’জনে মধুর কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। যা হাসি, আনন্দে ভরা। আর এর মধ্যে দিয়েই দু’জনের সম্পর্কে ধীরে ধীরে বিশ্বাস, সম্মান এবং ভালবাসা জন্ম নিয়েছিল। এখন আমরা দুজনেই জীবনের নতুন পর্ব শুরু করতে চলেছি। স্বামী-স্ত্রী হিসেবে নয়। বরং অভিভাবক হিসেবে, একটা পরিবার হিসেবে। এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়। আমরা বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তা করছিলাম। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের উপর কোনওভাবেই প্রভাব পড়বে না। আমরা দু’জনেই আজাদকে বড় করে তুলব। একসঙ্গে ছবি ও পানি ফাউন্ডেশনের কাজ করব। আমাদের বন্ধু, আত্মীয়-পরিজনকে ধন্যবাদ আমাদের পাশে সব সময় থাকার জন্য। এই সময়টাতেও আপনাদের আর্শীবাদ ও শুভেচ্ছা চাই। এই বিবাহবিচ্ছেদকে কখনই শেষ হিসেবে নয়, বরং নতুন শুরু হিসেবে দেখার অনুরোধ করছি।’
এ সম্পর্কিত আরও পড়ুনফের | একসঙ্গে | আমির | খান | ও | কিরণ | রাও