পানশালা বা বারে গিয়ে আনন্দ, ফূর্তি হবে-এটাই তো চায় অনেকে। এর জন্য কেউ কেউ সপ্তাহের শেষে সেখানে ঢুঁ মারে। কেউ আবার সপ্তাহের মাঝেই রাতবিরেতে ভিড়ে যায় বারে। অর্থাৎ যার যখন পছন্দ গেলেই হলো। কিন্তু এই বারে যাওয়াও আদতে রেকর্ড হতে পারে। সম্প্রতি সেই রেকর্ড গড়লো অস্ট্রেলিয়ার দুই যুবক। সেই রেকর্ড জায়গা করে নিলো খবরের শিরোনামেও।
অনেকেই আবার এক বার থেকে অন্য বার যাওয়া হয়। সাধারণত পানীয়ের স্বাদ বদলাতেই এমনটা করে থাকেন কেউ কেউ। কেউ কেউ আবার এক বার ভালো না লাগলে অন্য বারে যেতে পছন্দ করেন। তেমনটাই হলো অস্ট্রেলিয়ায়। তবে এক বার থেকে আরেক বারে যাওয়ার হিসাবও রীতিমতো রেকর্ড গড়ে দিলো। গিনিসে নাম উঠল দুই যুবকের।
অস্ট্রেলিয়াতে দুই যুবকের মাথায় হঠাৎ হুজুগ জাগে। একের পর এক বারে ঘুরে ঘুরে বেড়াবে তারা। এভাবেই একে একে ৯৯ টি বারে তারা ঘুরেছে। যা রীতিমতো অন্যসব রেকর্ডকে ভেঙে দিয়েছে। এই রেকর্ডের কারণে দুই বন্ধুর নাম উঠেছে গিনিসের পাতায়। ২৪ ঘণ্টার মধ্যে গোটা কাজটা শেষ করেন তারা। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় তাদের সম্পর্কে তেমনটাই লেখা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি বারে ঘুরেছেন ওই দুই বন্ধু। শুধু যে প্রতিটি পাবেই গিয়েছেন তা নয়। প্রতি পাবে গিয়ে কিছু না কিছু পানীয় পান করেছেন তারা। গিনিসের পক্ষ থেকে তাদের পানীয় পান করার পদ্ধতি যাচাই করা হয়। তার ভিত্তিতেই তৈরি হয়েছে ৯৯টি পাবের এই নয়া রেকর্ড।
উল্লেখ্য, এর আগের রেকর্ড ছিলো ৭৮টি পাবের। সেই রেকর্ডই ভেঙে দিল এই দুই যুবক। হ্যারি কুরস ও জেক লয়টেরটন মিলেই এই রেকর্ড গড়েছেন। তবে ট্যাক্সি নেয়ায় নিষেধ ছিল তাদের। ট্যাক্সি ছাড়াই গোটা কাজ শেষ করার নিদান দিয়েছিল গিনিস। আর সে কাজই সঠিকভাবে করতে পারল দুই বন্ধু। মাঝরাতে কাজ শুরু করে সেই কাজ শেষ করলেন তারা। ফলে গিনিস বুকে নাম উঠল দুজনের।