দীর্ঘ ৪৫ বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর অবশেষে আওয়ামী লীগের দলীয় ‘নৌকা’ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা)অনুজা মন্ডল। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যেকারণে নৌকায় নির্বাচন? রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন সদ্য সাবেক হওয়া বিএনপির এই সিনিয়র নেতা।
ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন,‘১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে, সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া।’
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা এই রাজনীতিবিদ আরও বলেন, ‘আমি নির্বাচনে যাচ্ছি, আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কী? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই মেজর বলেন, ‘জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরো উন্নত। তাই নৌকার হয়ে ভোট করব।’
এর আগে,বাসে আগুন দেয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় বুধবার দুপুরে জামিন পান মুক্তিযুদ্ধে ‘বীর বিক্রম’ খেতাব পাওয়া এই মুক্তিযোদ্ধা। জামিনের পরই সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি।
গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক এই আইন প্রতিমন্ত্রীকে আটক করে গোয়েন্দা পুলিশ। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্য হত্যা ও অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে করা মামলায় ৭৫ বছর বয়সী বিএনপির এই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়। ৫ নভেম্বর তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। গত ৯ নভেম্বর আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।