আর্কাইভ থেকে বাংলাদেশ

মেসির জার্সিতে লেখা থাকবে ‘গোয়েট’

মেসির জার্সিতে লেখা থাকবে ‘গোয়েট’

গ্রেটেস্ট অব অল টাইমকে সংক্ষেপে বলা হয় ‘গোয়েট’। এর  অর্থ সর্বকালের সেরা। এই লেখাই  বসছে লিওনেল মেসিদের জার্সিতে।  তার ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি করেছে লাইফস্টাইল প্ল্যাটফর্ম ‘গোয়েট’।

লাইফস্টাইল প্ল্যাটফর্ম ‘গোয়েট’পিএসজির অনুশীলন ও ওয়ার্ম আপ জার্সির হাতাতেও লেখাটি থাকবে। এমনটি চুক্তি  পিএসজির সাথে ।

গোয়েট নামক অ্যাপটি, পুরো বিশ্বে ৩০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে তাদের। পিএসজির সঙ্গে চুক্তির পর সেটা যে আরও বাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এই লেখা নিয়ে জার্সি গায়ে তুলেছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, মার্কো ভেরোত্তি, জর্জিনিও উইজানাল্ডম, আশরাফ হাকিমি। তবে ছিলেন না পিএসজির আরেক বড় তারকা কিলিয়ান এমবাপে, চলতি মৌসুম শেষে যার রিয়ালে যাওয়ার গুঞ্জন বেশ জোরালো।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন মেসির | জার্সিতে | লেখা | থাকবে | গোয়েট