Connect with us

বাংলাদেশ

আইফোন স্লো! ফাস্ট করবেন যেভাবে

Published

on

আইফোনে সমস্যা কম থাকাতে অনেকেই ঝুঁকছেন আইফোনের দিকে। ফলে আইফোন এখন আগের তুলনায় আরও অনেক ফ্যাশনেবল ফোনে পরিণত হয়েছে। তবে আইফোন হোক কিংবা অ্যান্ড্রয়েড দীর্ঘদিন একটি ফোন ব্যবহার করলে ধীরগতির হয়ে যায়। এমন পরিস্থিতিতে পড়লে অনেকেই জানেন না কীভাবে এর সমাধান করতে হয়। 

প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট এর সমাধান দিয়েছে। যদি আপনার শখের আইফোনটি দীর্ঘদিন ব্যবহারের ফলে স্লো হয়ে যায় তাহলে সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে এর সমাধান করতে পারেন। 

কারণ ফোনের স্টোরেজ যত কম ব্যবহার হবে ফোনটি তত দ্রুতই কাজ করবে। কিন্তু ফোনে ইন্টারনেট চালু থাকার কারণে হোয়াটসঅ্যাপ, ইমু, কিংবা ম্যাসেঞ্জার থেকে অটোমেটিকভাবে ভিডিও, ছবি ডাউনলোড হয়ে যায়। এতে স্টোরেজ আস্তে আস্তে পূর্ণ হয়ে যায়। আর স্টোরেজ যত পূর্ণ হবে ততই ফোন স্লো হয়ে যাবে। 
 
এজন্য আইফোনের সাফারিতে গিয়ে ক্যাশ মেমোরি ডিলিট করলে আইফোন দ্রুত গতিতে কাজ করবে। এজন্য যা করবেন-

১. আইফোন থেকে সেটিংসে প্রবেশ করুন 
২. তালিকা থেকে সাফারিতে প্রবেশ করুন 
৩. স্ক্রল করে নিচে দিকে গিয়ে Clear History and Website Data এ প্রবেশ করুন 
৪. popup box সিলেক্ট করুন
৫. এখান থেকে সেট করে নিন

এছাড়া গুগল ক্রমেও ক্যাশ ফাইল জমে থাকার ফলে আইফোন স্লো হয়ে যেতে পারে। এজন্য গুগল ক্রমে জমে থাকা ক্যাশ ফাইল মুছে ফেরতে যা করবেন-

Advertisement

১. গুগল ক্রম ওপেন করুন
২. ওপরে ডান দিকে থাকা তিনটি ডটে ক্লিক করে open more options এ প্রবেশ করুন 
৩. ক্রল করে সেটিংসে প্রবেশ করুন
৪. সিলেক্ট Privacy in the next menu.
৫. এরপর select Clear Browsing Data to open up one last menu.
৬. Select the intended time range at the top of the menu (anywhere from Last Hour to All Time).
৭. Make sure that Cookies, Site Data is selected, along with Cached Images and Files. Finally, hit Clear Browsing Data at the bottom of the screen

আইফোনের ফায়ারফক্স ব্রাউজার থেকে যেভাবে ক্যাশ ফাইল মুছে ফেলবেন-

১. hamburger menu তে ক্লিক করে ওপরের ডান পাশে থাকা up options এ প্রবেশ করুন 
২. সেটিংসে প্রবেশ করুন 
৩. সিলেক্ট Data Management in the Privacy section.
৪. সিলেক্ট Website Data to clear data for individual sites অথবা 
Clear Private Data at the bottom of the screen to clear data from all selected fields.

সূত্র: সিনেট

Advertisement

জাতীয়

ইরানের প্রেসিডেন্টে ইব্রাহিম রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Published

on

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টারের যাত্রীদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ মে) পৃথক বার্তায় তারা শোক জানিয়েছেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি দেশটির নাগরিক ও প্রেসিডেন্টের স্বজনদের গভীর সমবেদনা জানান।

পৃথক এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাইসিকে একজন বড় মাপের নেতা উল্লেখ করে বলেন, তিনি সারাজীবন তার দেশের জন্য কাজ করে গেছেন। তার কাজের উপকার ভোগ করছেন দেশটির নাগরিকরা। তিনি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশের পাশাপাশি সমবেদনা জ্ঞাপন করেন।

এরআগে, শনিবার (১৮ মে) কয়েকজন সহযোগীসহ আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে একটি অনুষ্ঠান শেষে ফিরে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন। এছাড়া হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট ও ক্রুও মারা গেছেন।

Advertisement

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

বাজেট অধিবেশন শুরু ৫ জুন

Published

on

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৫ জুন (বুধবার)। ওইদিন বিকেল ৫টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে।

আজ সোমবার (২০ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোকপ্রস্তাব উত্থাপিত হবে।

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

রাজধানীতে চলবে ব্যাটারিচালিত রিকশা, নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ঢাকা সিটিতে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি চলাচলের অনুমতি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকবে। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২০ মে) দুপুরে গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্মূল্যের বাজারে মেহেনতি মানুষের দুঃখ-দুর্দশা বিবেচনা করে, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে, দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে, গেলো ১৫ মে ওবায়দুল কাদের বলেছিলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এ বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

Advertisement

এরপর ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করে অটোরিকশাচালকরা। এ ঘটনায় পৃথক চারটি মামলা হয়েছে।

মামলাগুলোর মধ্যে পল্লবী থানায় দুটি, কাফরুল থানায় একটি ও মিরপুর মডেল থানায় একটি। মামলায় দুই হাজার ৭০০ অটোরিকশাচালক ও অগ্নিসংযোগকারীদের আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টিআর/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version