তাজমহলে শিবলিঙ্গ স্থাপন করতে চায় আচার্য মহারাজ

তাজমহল,বিশ্বের সবচেয়ে সুন্দর স্থাপত্যগুলির মধ্যে একটি।  তবে এরই মধ্যে ভারতের উত্তরপ্রদেশের সন্ন্যাসী জগৎগুরু পরমহংসাচার্য মহারাজের এক মন্তব্যকে ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে। অযোধ্যার ছাবনি এলাকার এই সন্ন্যাসী হুঁশিয়ারি দিয়েছেন আগামী ৫ মে শিবলিঙ্গ বসানো হবে তাজমহলে।

বলা হচ্ছে, জগদ্গুরু পরমহংসাচার্যকে তাঁর গেরুয়া পোশাক এবং ধর্মীয় নকশার কারণে তাজমহলে প্রবেশ করতে দেওয়া হয়নি। সন্ত সমাজ এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি এএসআই-এর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছিল। যদিও এএসআই-এর পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে জগদ্গুরুকে তার গেরুয়া পোশাকের কারণে থামানো হয়নি। পরিবর্তে, তাদের ধর্মকে দূরে রাখার জন্য অনুরোধ করা হয়েছিল।

তবে তিনি ঘোষণা করেছেন যে, ৫ মে ধর্মডান্ডা নিয়ে তাজমহলে প্রবেশ করবেন তিনি। ওই দিন তাঁকে বাধা দেওয়া হলে সেখানেই আমরণ অনশনে বসবেন তিনি। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এটি তাজমহল নয়। এটি আসলে ভগবান শিবের মন্দির। মোগলরা এটিকে তাজমহল বলা শুরু করেছিলেন। যা সম্পূর্ণ ভুল।’

তবে তাজমহল নিয়ে নানা সময় নানা ধরনের কথা উঠে এর আগে একই ভাবে আগে ২০১৭ সালেও পর্যটন পুস্তিকা থেকে তাজের নাম তুলে দেওয়া নিয়ে তুমুল বিতর্ক তৈরি করেছিল যোগী সরকার।

 

এসআই/

Recommended For You

About the Author: Delwar Hossain

This is Delwar Hossain from Bangladesh, He is experienced in working in various organizations & industries. currently working in Bayanno TV As a Digtal Incharge.
Exit mobile version