আফগান নারীরা পাচ্ছেন না ড্রাইভিং লাইসেন্স

ক্ষমতা দখলের পরই আফগানিস্তানে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে তালেবানরা। এবার দেশটির নারীদের ড্রাইভিং লাইসেন্স দেয়া বন্ধ ঘোষণা করেছে তালেবান গোষ্ঠি। 

গেলো মঙ্গলবার (৩ এপ্রিল) ড্রাইভিং খাতের পেশাজীবীরা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তালেবানের এই নির্দেশের তথ্য জানিয়েছেন।

দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে এনডিটিভি জানায়, কাবুলসহ কয়েকটি প্রদেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তালেবানরা দেশটির ক্ষমতা দখলের পূর্বে কাবুল এবং কয়েকটি বড় প্রদেশে নারীদের ড্রাইভিং করতে দেখা যেতো। যা এখন থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

তালেবান শাসকেরা শিক্ষক সংকটের অজুহাতে মেয়েদের মাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। যা অল্প সময়ের মধ্যে খুলে দেয়ার কথা বলা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তালেবান। এছাড়া পুরুষ অভিভাবক ব্যতীত নারীদের ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করেন তারা।

মেঘ হাসান

Recommended For You

About the Author: মেঘ হাসান

As a journalist, I am entitled to find out the truth behind every incident.
Exit mobile version