Connect with us

ক্রিকেট

দুই হাত ছাড়াই ক্রিকেট খেলা আমিরের জার্সি চান শচীন টেন্ডুলকার

Published

on

দুই হাত নেই, কাঁধ ও ঘাড় দিয়ে ব্যাটের হাতল চাপ দিয়ে ধরে নিচ্ছেন স্ট্যান্স।  সাধারণ ব্যাটসম্যানের মতোই সামনে পা নিয়ে করছেন ব্যাট।  দেখে মনে হয় যেন একজন পরিপূর্ণ ব্যাটসম্যান।  হাত না থাকায় থেমে থাকেনি বোলিংও। পা দিয়েই করেন বল।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওয়াঘামা গ্রামে জন্ম আমিরের।  বাবার কারখানায় কাজ করতে গিয়ে এক দুর্ঘটনায় ৮ বছর বয়সে দুই হাত হারিয়েছিলেন আমির। তবে এই দুর্ভাগ্যের জন্য আমির জীবনের ব্যাপ্তি থামিয়ে দেননি।

ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই নিজের শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও খেলার উপায় বের করে নিয়েছেন। ২০১৩ সালে পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করা আমির এখন জম্মু ও কাশ্মীর প্যারা ক্রিকেট দলের অধিনায়ক।

ভারতীয় বার্তা সংস্থা ‘এএনআই’ আমিরের ক্রিকেট খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে।  ভিডিওতে দেখা যায়, ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নাম খচিত ভারতীয় দলের জার্সি পরে আমির কংক্রিটের নেটে অনুশীলন করছেন।

 

Advertisement

সেই ভিডিও নজরে আসার পর শেয়ার করেছেন শচীনও। আমিরে ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে আবেগতাড়িত টেন্ডুলকার একদিন তার সঙ্গে দেখা করে তার নাম লেখা একটি জার্সি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, ‘অসম্ভবকে সম্ভব করেছে আমির। এটা (ভিডিও) দেখে আমি খুব আবেগতাড়িত হয়ে পড়েছি। এটা খেলার প্রতি তার ভালোবাসা এবং সে জন্য তার আত্মত্যাগেরই প্রকাশ। আশা করি, একদিন তার সঙ্গে দেখা করে তার নাম লেখা একটি জার্সি নেওয়ার সুযোগ হবে।  খেলাটিকে ভালোবাসা লাখ লাখ মানুষকে প্রেরণা দেওয়ার এই কাজটা দারুণ’

 

 

 

 

Advertisement

ক্রিকেট

বাংলাদেশের কোচ হিসেবে থাকছেন না মুশতাক

Published

on

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিলো পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদকে।  বিশ্বকাপের পর তার সাথে লম্বা চুক্তির কথা ভাবছিল বিসিবি।

কিন্তু ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুশতাক। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে এই খবর।

এদিকে বিসিবির সূত্রও জানিয়েছে এই খবর। জানা গেছে, আগে থেকেই ইসিবির সঙ্গে চুক্তিবদ্ধ পাকিস্তানের এই কিংবদন্তি। মাঝখানের ফাঁকা সময়টাতে কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে। তাই বিসিবি লম্বা সময়ের জন্য মুশতাককে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিতে চাইলেও আপাতত তা সম্ভব হচ্ছে না।

 

 

Advertisement

 

 

 

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

শ্রীলঙ্কার দায়িত্ব নিলেন জয়াসুরিয়া

Published

on

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবেই এমন পারফরম্যান্স প্রভাব ফেলেছে দলে। আর তার ফলস্বরূপ দলটির কোচ ক্রিস সিলভারউড প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এবার সাবেক লঙ্কান ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়াকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

মূলত আসন্ন দুইটি সিরিজের জন্য জয়াসুরিয়াকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। চলতি মাসের শেষে ভারতের বিপক্ষে ৩ টি টি-টোয়েন্টি ও ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৩ টি টেস্ট ম্যাচের সূচি রয়েছে।

এই দুই সিরিজে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জয়াসুরিয়া। যেখানে তাকে পর্যবেক্ষণ করে পরবর্তী চিন্তা করবে শ্রীলঙ্কা বোর্ড।

শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে জয়াসুরিয়ার কাজ করার অভিজ্ঞতা পুরোনো। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরামর্শক ছিলেন তিনি। তার আগে প্রধান নির্বাচকের ভূমিকাতেও ছিলেন তিনি।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

দ্রাবিড়কে ‘ভারতরত্ন’ পুরস্কার দেয়ার আহ্বান গাভাস্কারের

Published

on

খুব বেশি দিন হয়নি ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। দলটির প্রধান কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ পর্যন্তই দায়িত্বে ছিলেন তিনি। এই কোচকে নিয়ে নানা আলোচনা চলছে। প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মাধ্যম থেকে।

এবার ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার দ্রাবিরের ব্যাপারে মন্তব্য করলেন। ভারতের সবচেয়ে সম্মানজনক নাগরিক পুরস্কার ‘ভারতরত্ন’- সেই পুরস্কার দ্রাবিড়কে দেয়া উচিত বলে জানিয়েছেন গাভাস্কার।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র শচীন টেন্ডুলকার ভারতরত্ন জিতেছেন। একজন সাবেক ক্রিকেটার ও কোচ হিসেবে দ্রাবিড়ের অবদান স্মরণ করিয়ে দেন গাভাস্কার। তিনি বলেন, ‘ভারতীয় সরকার তাকে (দ্রাবিড়) ভারতরত্ন পুরস্কারে ভূষিত করলে, সেটাই তার জন্য উপযুক্ত হবে।’

একটি লিখিত কলামে এ কথা উল্লেখ করেছেন গাভাস্কার। তিনি আরও জানিয়েছেন, দ্রাবিড়ের অধীনে পুরো ভারত দারুণ উচ্ছ্বাসে ভেসে গেছে। দেশটি বহুদিন পর আইসিসি শিরোপা জিতেছে। গাভাস্কার সবাইকে এক হতে অনুরোধ করেছেন। এবং দ্রাবিড়ের পক্ষে আওয়াজ তুলতে বলেছেন।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version