দেশজুড়ে

বিশ্ব ইজতেমা শুরু, লাখো মুসল্লির ঢল

বিশ্ব ইজতেমা শুরু, লাখো মুসল্লির ঢল
আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব । ধর্মপ্রাণ মানুষের ঢল এখন টঙ্গীমুখী। ৪ ফেব্রুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে  শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি পাকিস্তানের মাওলানা আহম্মদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার প্রথম পর্ব। আজ ইজতেমা মাঠে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী জহির ইবনে মুসলিম জানান, জুমার পর বয়ান করবেন জর্ডানের খতিব ওমর, আসরের পর কাকরাইল মসজিদের খতিব মাওলানা যোবায়ের ও মাগরিবের পর বয়ান করবেন মাওলানা আহমদ লাট। আশা করা হচ্ছে, আজ ইজতেমা ময়দান ছাপিয়ে কামারপাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের অলিগলিতেও কাতারবদ্ধ হয়ে জুমার নামাজে অংশ নেবেন মুসল্লিরা। ময়দানের পশ্চিমে তুরাগ নদের পূর্ব পাশে নামাজের মিম্বার এবং উত্তর-পশ্চিম দিকে বিদেশি মুসল্লিদের কামরার পাশে বয়ান মঞ্চ নির্মাণ করা হয়েছে। নামাজের মিম্বার থেকে পাঁচ ওয়াক্ত নামাজের ইমাম এবং বয়ানের মঞ্চে বয়ানকারী অবস্থান করেন। বয়ান মঞ্চ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করা হবে। ইজতেমায় আগত বিদেশি মুসল্লিদের খিত্তাকে নিয়ে গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রসঙ্গত, এবারের ইজতেমায় বিশ্বের ৮৫টি দেশের প্রায় ৪-৫ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্ব | ইজতেমা | শুরু | লাখো | মুসল্লির | ঢল