ক্রিকেট

সিলেট পর্ব শেষে বিপিএলে দলগুলোর অবস্থান

সিলেট পর্ব শেষে বিপিএলে দলগুলোর অবস্থান
গেল ১৯ জানুয়ারি পর্দা উঠা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ১৬ দিন পার হয়েছে। পুরো আসরের ৪৬ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২০টি ম্যাচ। ঢাকা প্রথম পর্বের পর সিলেট পর্ব শেষ হয়ে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ফের ঢাকায় শুরু হবে বিপিএল। দুই রাউন্ড শেষে টুর্নামেন্টটির পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থাব করছে রাইডার্স। ৬ ম্যাচে ৪ জয় পাওয়া রংপুরের বর্তমান পয়েন্ট ৮। ঢাকা পর্ব শেষে শীর্ষ দুইয়ে থাকা খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেমে গেছে যথাক্রমে দুইয়ে ও তিনে নেমে গেছে। যদিও রংপুর ও চট্টগ্রামের থেকে এক ম্যাচ কম খেলেছে খুলনা। টেবিলের চারে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৫ ম্যাচ খেলে তাদের জয় তিনটিতে। এক ম্যাচ বেশি খেলে কুমিল্লার সমান পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান তামিম ইকবালের ফরচুন বরিশালের। পয়েন্ট টেবিলের সবার নিচে ছয় ও সাত নম্বরে অবস্থান যথাক্রমে দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্সের। দু’দলই জিতেছে মাত্র একটি করে ম্যাচ। তবে মোসাদ্দেক হোসেন সৈকতের ঢাকা খেলেছে পাঁচটি ম্যাচ আর সিলেট খেলে ফেলেছে সাতটি ম্যাচ।

এ সম্পর্কিত আরও পড়ুন সিলেট | পর্ব | শেষে | বিপিএলে | দলগুলোর | অবস্থান