ফুটবল

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে আগে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে আগে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ২১ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সূচিতে ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও ফিলিস্তিনের অনুরোধে আগে অ্যাওয়ে ম্যাচটি খেলবে বাংলাদেশ।  যা অনুষ্ঠিত হবে কুয়েতে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচটি খেলবে জামালরা। এই ম্যাচ দুটির আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন এই তথ্য। তিনি বলেন, ‘ফিলিস্তিনের অনুরোধে আমরা হোম ম্যাচের তারিখটা অদলবদল করেছি ফিফার সঙ্গে কথা বলে। এটা আমাদের জন্য ভালো হয়েছে। কারণ, সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করে আমরা সরাসরি কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি খেলে দেশে ফিরব। এরপর ২৬ তারিখ ওদের সঙ্গে কিংস অ্যারেনায় খেলা।’ ১ মার্চ সৌদি আরবে রওনা দেবে দল। অনুশীলন ক্যাম্প চলবে ১৭ মার্চ পর্যন্ত। এই অনুশীলন ক্যাম্পের খরচ সৌদি ফুটবল ফেডারেশন বহন করবে। বাফুফেকে শুধু সৌদি আরবে যাওয়ার বিমানভাড়া গুনতে হবে। সৌদি আরবের আল-তায়িফ শহরের কিং ফাহাদ স্পোর্টস সিটিতে এ ক্যাম্প হবে। কাজী নাবিল জানান, ‘বিশ্বকাপ বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ নিয়েও কথা চলছে। সৌদি ফুটবল ফেডারেশনই এ প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করবে বলে আমরা আশা করছি।’  

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিনের | বিপক্ষে | ম্যাচে | আগে | সৌদি | আরবে | ক্যাম্প | করবে | বাংলাদেশ