খেলাধুলা

সাফ চ্যাম্পিয়ানশিপে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়ানশিপে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভুটনকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ৮ ফেব্রুয়ারির ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। যদিও এ ম্যাচ বাংলাদেশের কাছে কেবল আনুষ্ঠানিকতা ছিল। গতকাল ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাঘিনীরা। অপেক্ষাকৃত দুর্বল ভুটানের বিপক্ষে নিয়মিত একাদশের ৯ জনকে বিশ্রামে রেখে একাদশ সাজান কোচ সাইফুল বারী  টিটু। গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ১৮ মিনিট পর্যন্ত। ভুটানের গোলরক্ষক দীক্ষা রায়কে বুঝে ওঠার কোনো সুযোগ দেননি ফরোয়ার্ড নুসরাত জাহান মিতু। জটলার মধ্যে থেকে গোল করে বাংলাদেশ লিড এনে দেন তিনি। ৩০ মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন ঐশি খাতুন। কর্নার থেকে মিতুর ক্রস হেডে জালে জড়ান তিনি। ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ্বে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরও আগ্রাসী ছিল বাঘিনীরা। ৫৭ মিনিটে ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে  তৃষ্ণা রানীকে পাস দেন ঐশি। গোলবারের সামনে অরক্ষিত থাকা তৃষ্ণা আলতো ছোঁয়ায় বল জালে জড়ান। ছয় মিনিট পর গোলরক্ষক ও এক ডিফেন্ডারের ভুলে চতুর্থ গোল হমজ করে ভুটান। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সাফ | চ্যাম্পিয়ানশিপে | ভুটানকে | ৪০ | গোলে | হারিয়েছে | বাংলাদেশ