ক্লে কোর্টের রাজা এখন গ্রান্ডস্লামের শীর্ষে

নরওয়েজীয় প্রতিপক্ষ ক্যাসপার রুডকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন রাফায়েল নাদাল। এই শিরোপা জয়ে নিজেকেও ছাড়িয়ে গেলেন নাদাল। এখন নাদালের দখলে ২২টি গ্র্যান্ডস্লাম শিরোপা।

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ওঠার পথে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিলো নাদালকে। তবে সেমি থেকে শিরোপা জিতে নিতে কোনো বেগই পেতে হলো না বিশ্বের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী এ টেনিস তারকাকে।

আগেই ২১টি শিরোপা জিতে রেকর্ড গড়েছিলেন নাদাল। এবার ফ্রেঞ্চ ওপেনেও শিরোপা জিতে সেটিকে ২২-এ উন্নীত করলেন এ স্প্যানিয়ার্ড। ফাইনালে প্রতিপক্ষ ক্যাস্পার রুডকে দাঁড়াতেই দেননি নাদাল।

রোলা গাঁরোয় শিরোপা নির্ধারণী ফাইনালে সরাসরি সেটেই জিতেছেন নাদাল। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জেতার পর দ্বিতীয় সেটেও একই ব্যবধানে জেতেন তিনি। তৃতীয় সেটে ৬-০ ব্যবধানে জিতে শিরোপার আনন্দে ভেসেছেন এ স্প্যানিয়ার্ড।

এ নিয়ে ২২তম গ্র্যান্ড স্লাম জিতলেন নাদাল। এর মধ্যে ১৪টিই জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে। দুটিই বিশ্বরেকর্ড। আর কেউই এতো বেশি ফ্রেঞ্চ ওপেন ও গ্র্যান্ড স্লাম জিততে পারেনি।

হাসিব মোহাম্মদ

Recommended For You

Exit mobile version