ক্রিকেট

ঢাকার বিপক্ষে বড় সংগ্রহ বরিশালের

ঢাকার বিপক্ষে বড় সংগ্রহ বরিশালের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চট্টগ্রাম পর্বে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও দুরন্ত ঢাকা। খেলায় শুরুতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পেয়েছে বরিশাল। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করেছে তামিম ইকবালের দল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ। ব্যক্তিগত ২৪ রানে শেহজাদ ফেরার পর  ২৮ রানে ফেরেন সৌম্য সরকার ও ১৩ মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এক প্রান্ত আগলে রেখে ৩৪ বলে আক্রমণাত্মক ইনিংস খেলে নিজের ফিফটি তুলে নেন তামিম।  আউট হওয়ার আগে ৪৫ বলে ৭১ রানের মারকাটারি এক ইনিংস খেলেন বাঁ-হাতি এই ব্যাটার। শেষ দিকে ব্যাট করতে নেমে দুটি করে চার ও ছক্কায় ২৩ রানের এক ক্যামিও ইনিংস খেলেন সাইফউদ্দিন।  অন্যপ্রান্তে ১০ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় বরিশাল।  

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকার | বিপক্ষে | বড় | সংগ্রহ | বরিশালের