ফুটবল

শৈশবের ক্লাবের বিপক্ষেও জয়হীন মেসি

শৈশবের ক্লাবের বিপক্ষেও জয়হীন মেসি
লিওনেল মেসির বর্তমান  ক্লাব ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিলো অতীত ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের সঙ্গে।  সেই এই প্রীতি ম্যাচ ১-১ ব্যবধানে ড্র হয়েছে। আজ বাংলাদেশ সময় সকালে মায়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মাঠে নেমেছিলো দুই দল।  চোটে থাকা মেসি এই ম্যাচে খেলবেন কি না, তা নিয়েও শঙ্কা থাকলেও মেসি খেলেছিলেন মেসের শুরু থেকেই।  তবে থেকেছিলেন ৬০ মিনিট সময় পর্যন্ত।  গোলের সুযোগও পেয়েছেন বেশ কিছু।  তবে গোল পাননি। মেসিকে মাঠ থেকে তুলে নেয়ার ৪ মিনিট পরই কর্নার থেকে দারুণ হেডে গোল করেন স্নেইডার বোরগেলিন। তবে ৮৩ মিনিটে মায়ামি রক্ষণের ভুল কাজে লাগিয়ে গোল করেন নিওয়েলসের ফ্রাঙ্কো দিয়াজ। এটি ছিল এমএলএস প্রাক মৌসুমে ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচ। মৌসুমের প্রস্তুতি পর্বে মোট ৭টি ম্যাচ খেলে ৪টিতে হেরেছে মেসির দল, ড্র করেছে দুটি, জয় একটিতে।

এ সম্পর্কিত আরও পড়ুন শৈশবের | ক্লাবের | বিপক্ষেও | জয়হীন | মেসি