Connect with us

বাংলাদেশ

বিয়ের সাজের উপহার প্রদান করলেন স্বেচ্ছাসেবী সংগঠন

Published

on

সমবায় সমিতি গুলো সাধারনত সভা সমাবেশ ও ঋন বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের তাতিপাড়া গ্রামের বিপ্লবী যুব উন্নয়ন সমবায় সমিতি এর ব্যতিক্রম। তারা তাদের নিজেদের সংগৃহিত চাঁদা ও সেবা খাতের উপার্জিত অর্থ দিয়ে এলাকার অসহায় মানুষদের নানান ভাবে সহায়তা করে আসছে। এর অংশ হিসেবে  জেলা বোদা উপজেলার অসহায় একটি পরিবারের এতিম মেয়ের বিয়েতে কণে সাজের উপকরণ উপহার হিসেবে প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে বিপ্লবী যুব উন্নয়ন সমবায় সমিতি নামে  সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (৯ জুন) সকালে বোদা উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া গ্রামের রেখা রাণী ও তার দাদা থিরেন্দ্র নাথ বর্মনের হাতে এসব কনে সাজের সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সিদাপাড়া গ্রামের জ্যোতিশ চন্দ্র বর্মনের ছেলে সনজিদ রায়ের সাথে রেখা রাণীর বিয়ে অনুষ্ঠিত হয়। রেখা রাণীর পিতা ভরত চন্দ্র বর্মন ও মাতা সিতা রাণী দশ বছর আগে মৃত্যু বরণ করেন। তখন তার বয়স ছিল ১১ বছর। তার দাদা থিরেন্দ্র নাথ বর্মন তাকে দেখ ভাল করে বড় করেন। বিয়ের দিনক্ষন ঠিক হলে নাতনির বিয়ের সাজ নিয়ে চিন্তায় পরেন এই অসহায় দরিদ্র পরিবারটি আর এসময় তাদের সহায়তায় এগিয়ে আসেন বিপ্লবী যুব উন্নয়ন সমবায় সমিতি নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

অলংকার ছাড়া কণে সাজতে যেসব সামগ্রী প্রয়োজন সব কিছু প্রদান করা হয়েছে। সমিতির কোষাগার থেকে প্রায় দশ হাজার টাকা ব্যয়ে করে রেখা রাণীর বিয়েতে কণের বিয়ের সাজের সামগ্রী প্রদান করা হয়।

বিপ্লবী যুব উন্নয়ন সমবায় সমিতির সদস্যরা সমিতি গঠন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর  ও সমবায় অধিদপ্তর থেকে সমিতির নিবন্ধন নিয়ে এখান থেকে নিজেরাই প্রশিক্ষণ গ্রহন করে দক্ষতা অর্জন করে সে প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বি হয়েছেন। এখন তারা এলাকার যুবদের সমিতির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে উদ্যোক্তা তৈরী করছেন।

Advertisement

উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি এসকল উপহার সামগ্রী প্রদান করেন। এসময় সংগঠনের সভাপতি ব্কিাশ চন্দ্র বর্মন,সেক্রেটারী নারায়ন চন্দ্র বর্মন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামসহ কণে পরিবারের সদস্য ও সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

জাতীয়

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য পররাষ্ট্রমন্ত্রীর সুখবর

Published

on

অ্যাপোস্টাইল কনভেনশনে যুক্ত হলে কাগজপত্র সত্যায়িত করতে ভোগান্তি কমবে বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২০ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যাপোস্টাইল কনভেনশনে যুক্ত হলে, বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে আর কাগজপত্র সত্যায়িত করা লাগবে না। এ বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা যায়, ১৯৬১ সালে স্বাক্ষরিত হেগ অ্যাপোস্টাইল কনভেনশন চুক্তি হয়। এই চুক্তির অধীনে থাকা দেশগুলোর একটিতে জারি করা নথি, অন্য দেশগুলোতে আইনি উদ্দেশ্যে প্রত্যয়িত হয়।

বাংলাদেশ এই চুক্তির অধীনে না থাকায় এতদিন বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে আর কাগজপত্র সত্যায়িত করতে হতো।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আইন-বিচার

ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ

Published

on

দরিদ্র জনগোষ্ঠীর তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেজ (এনএইচডি) প্রজেক্টের নামে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চেয়ে দুর্নীতি দমন কমিশনে করা আবেদন ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারিদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু জাফর শেখ মানিক। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

পরে আইনজীবী আবু জাফর শেখ মানিক বলেন, দরিদ্র জনগোষ্ঠীর তথ্য সংগ্রহের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেজ (এনএইচডি) প্রকল্পে (জুলাই ২০১৩, ডিসেম্বর ২০২০) পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে দুদকে দায়ের করা আবেদন আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অনিয়মের অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে দুদকের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব ও পরিসংখ্যান ব্যুরোর সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরে ভুক্তভোগী ৭৩ জন প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন। এছাড়া, অনিয়মের অভিযোগের বিষয়ে ব্যবস্থা চেয়ে দুদকের কাছে আবেদন করেন। ওই আবেদনে দুদকের সাড়া না পেয়ে ১৩ মে হাইকোর্টের রিট দায়ের করেন ৭৩ জন। সেই রিটের শুনানি নিয়ে আজ এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

অটোরিকশা চলাচলে নীতিমালা করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

আন্দোলনরত চালকদের জীবিকার কথা চিন্তা করে রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর একটি নীতিমালা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

সোমবার (২০ মে) দুপুরে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। পরে সচিবালয়ে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, রাজধানীসহ বিভিন্ন সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়টি প্রধানমন্ত্রী জানতেন না। বিকল্প ব্যবস্থা না করে তাদের জীবিকায় হাত দেয়া উচিত হয়নি বলেও মনে করেন সরকারপ্রধান।

মন্ত্রিপরিষদ সভায় অটোরিকশা চালকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, একটি বিধিমালার মাধ্যমে অটোরিকশা চালকদের নিয়মের মধ্যে আনা হবে। নির্দিষ্ট রাস্তায় চলতে হবে। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কী গতিতে চলবে তা নির্দিষ্ট করা হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে সচিব আরও বলেন, অটোরিকশা চলাচলে একটি নীতিমালা ও নিয়ন্ত্রক সংস্থা (রেগুলেটরি বডি) গঠন করে নিয়ন্ত্রণ করতে হবে। সেই সঙ্গে চালকদের প্রশিক্ষণ ও অটোরিকশার ডিজাইন করে দিতেও বলেছেন প্রধানমন্ত্রী।

Advertisement

উল্লেখ্য, সরকারের এমন সিদ্ধান্তের পর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। দাবি আদায়ে গতকাল রোববার মিরপুরে সড়কে নেমে বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। আজও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করেন রিকশাচালকরা।

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version