মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি: ঝাড়খণ্ডে সহিংসতায় নিহত ২

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ডের রাচিতে।

আজ শনিবার (১১ জুন) সেখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সহিংসতায় অন্তত দুইজন নিহত ও আরও ২০ জনের বেশি আহত হয়েছেন। খবর এনডিটিভি।

এনডিটিভি বলছে, মহানবীকে অবমাননার অভিযোগে ঝাড়খণ্ডের রাঁচিতে বিক্ষোভ-সহিংসতায় দুজন নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন ২০ জনের বেশি। আহতদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য রয়েছে।

রাচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভকারীরা প্রতিবাদের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে দুজনের মৃত্যু হয়। বাকীদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর ঝাড়খণ্ডের রাজধানীর বিভিন্ন অংশে কারফিউ জারি করা হয়। বিক্ষোভকারীরা মহানবীকে (সা.) অবমাননাকারী বিজেপির বরখাস্তকৃত নেত্রী নুপুর শর্মার গ্রেপ্তার দাবি করেছেন।

Recommended For You

Exit mobile version