খেলাধুলা

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো শ্রীলঙ্কা
বাংলাদেশকে ২০৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। টসে জিতে শ্রীলঙ্গাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সোমবার (০৪ মার্চ) সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফার্নান্দোকে হারায় শ্রীলঙ্কা। শরিফুলের আঘাতে মাঠ ছাড়েন এ লংকান ওপেনার। এরপরে তাসকিন আঘাত হানলে পাওয়ার প্লেতে ম্যাচের লাগাম নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ। কিন্তু কুশল মেন্ডিস ও সাদিরার  পার্টনারশিপে ম্যাচে দাপটের সাথে ফেরে লংকানরা। কুশল ৩৬ বলে ৫৯ রান করে রিশাদ হাসানের বলে আউট হন। আর সাদিরা অপরাজিত থাকেন ৬১ রানে। ২১ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আসালাংকা। এদিকে বড় রান তাড়া করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারিয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত  ৩ উইকেটের বিনিময়ে চার ওভারে তিন বলে ৩৭ রান করেছে বাংলাদেশ।  

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশকে | বড় | লক্ষ্য | দিলো | শ্রীলঙ্কা