Connect with us

ক্রিকেট

শেষ ম্যাচে পরাজয়ে সিরিজ হারলো বাংলাদেশ

Published

on

তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ১৭৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় টাইগাররা।

শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামা নুয়ান তুশারার তোপে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশের ইনিংস।  চতুর্থ ওভারে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়কে ফিরিয়ে তুলে নেন হ্যাটট্রিক।  এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে মাহমুদউল্লাহকে ফিরিয়ে শিকার করেন চতুর্থ উইকেট।

সেখানেই ম্যাচের শেষ দেখে ফেলেছিলেন হয়তো।  তবে রিশাদ হোসেন ও তাসকিন ধ্বংসস্তুপে দাঁড়িয়ে তোলেন ঝড়।  ৭ ছক্কায় ২৬ বলে ফিফটি ছুঁয়ে ফেলেন রিশাদ। তবে থামেন ৫৩ রানে।   এরপ শুরু করেন তাসকিন। হ্যাটট্রিক করা তুশারার ওপরই চড়াও হন, দুই বলে হাঁকান দুই ছক্কা।  তবে কঠিন সমীকরণটা মেলাতে পারেননি।  ২ বল বাকি থাকতে অলআউট হয়ে সিরিজ হারে টাইগাররা।

ক্রিকেট

নিউজিল্যান্ড দলকে বিদায় দিতে এলেন সেই দুই শিশু

Published

on

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে নিউজিল্যান্ড। দলটিকে বিদায় দিতে এসেছিলেন আনগুস ও মাতিলদা। দুই শিশু, যারা কিউই স্কোয়াড ঘোষণার সময় থেকে পরিচিত। বিশ্বকাপ দল ঘোষণার অভিনব আয়োজনের বিষয়টি খুব জনপ্রিয় হয়ে উঠছে। যেখানে নিউজিল্যান্ড যেন বরাবরই চমক দিয়ে থাকে। এবারও কিছুটা ভিন্নধর্মী উপায়ে বিশ্বকাপের দল ঘোষণা করে তারা।

নিউজিল্যান্ড দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে দুই শিশু। একজন ছেলে, অন্যজন মেয়ে। নির্বাচকরা সাধারণত যেভাবে সংবাদ সম্মেলনে বসে দল ঘোষণা করে, সেভাবেই কাজটি করেছে তারা।

Advertisement

এই ঘটনার পর বেশ প্রশংসিত ছিল তারা। ক্রিকেট-প্রেমীরা পছন্দ করে নিউজিল্যান্ডের এমন পদ্ধতিতে দল ঘোষণা। এই দুই শিশু এবার আসেন এয়ারপোর্টে, যেখানে বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দিতে যাওয়া নিউজিল্যান্ড দলকে বিদায় দেন তারা।

সেখানেও কিছু মজার মুহূর্ত তৈরি হয়। খেলোয়াড়েরা তাদের প্রশংসা করেন। আনগুস ও মাতিলদা’কে বলেন, তারা দল ঘোষণার কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করেছে। এই দুই শিশু আবার খেলোয়াড়দের কাছে জানতে চায়, তারা কী সিনেমা দেখবে ফ্লাইটে থাকাকালীন।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিলো নেদারল্যান্ডস

Published

on

শ্রীলঙ্কাকে ২০ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। যদিও প্রস্তুতি ম্যাচ, তবুও অনেকখানি গুরুত্ব থেকে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অবস্থান করছে গ্রুপ-ডি’তে। যেখানে একই গ্রুপে আছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। মঙ্গলবার (২৮) বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

ফ্লোরিডায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করে দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১৬১ রানে অলআউট হয় লঙ্কানরা। বিশ্বকাপে গ্রুপ ডি’তে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকার সাথে আছে বাংলাদেশ।

বাংলাদেশ স্বাভাবিকভাবে নেদারল্যান্ডসের সাথে জিততে চাইবে। সেখানে একরম সতর্কতা বোধ করতে পারে তারা। নেদারল্যান্ডস স্বভাবতই ভালো টি-টোয়েন্টি খেলে থাকে। যার প্রমাণ বহুবার মিলেছে। দক্ষিণ আফ্রিকা দলটিকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপ, দুই টুর্নামেন্টে হারিয়ে দিয়েছিল ডাচরা।

বাংলাদেশ গ্রুপ পর্বের সমীকরণ সাজানোর আগে আরও সচেতন হবে। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে কারও সাথেই পারফর্ম করা খুব সহজ কিছু হবে না।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

প্রতিটি ম্যাচ শক্তি অনুযায়ী খেলতে পারলে ফল আসবে: শান্ত

Published

on

‘দ্য গ্রিন রেড স্টোরি’- বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, যা সাধারণ দর্শকরা দেখছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পেজ থেকে ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে। আজ (২৯ মে) যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেখানে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের অভিব্যক্তি, ভাবনা, অধিনায়কত্ব; সবকিছু নিয়ে কথা বলেছেন।

বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে অধিনায়কের কাছে প্রশ্ন আসে সবসময়। দর্শকেরা মুখিয়ে থাকেন। দলের সম্ভাবনা নিয়ে অধিনায়ক কী বক্তব্য দেয়, তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন গণমাধ্যমগুলো। এটি জানা সবসময় গুরুত্বপূর্ণ। অধিনায়ক কী ভাবছেন, তার উপর অনেক কিছুই নির্ভর করে।

নাজমুল হোসেন বলেন, “সম্ভাবনা আমি বলতেই চাই না। কারণ আপনিও চান বাংলাদেশ শিরোপা জিতুক। খেলোয়াড়েরাও চায় বাংলাদেশ দল কাপ জিতুক। এটাই সবচেয়ে বড় লক্ষ্য।“

তবে অধিনায়কের দায়িত্বটা আলাদাভাবে বুঝিয়ে দেন শান্ত, “কিন্তু অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতিটা ঠিকমতো নিয়েছি কি না, ছোট ছোট কাজগুলো করছি কি না, প্রক্রিয়াটা ঠিক আছে কি না—এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্রতিটি ম্যাচে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাহলে ফল আসবেই। তাই ফল নিয়ে খুব একটা চিন্তা নেই। ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি, এটা নিয়ে বেশি মনোযোগী।“

Advertisement

তিন সংস্করণের অধিনায়ক হয়েছেন শান্ত। সময়টা খুব বেশি দিন হয়নি। উপভোগ করতে চান দায়িত্বটা। দায়িত্ব অনেক বেড়ে গেছে অধিনায়ক হওয়ার পর, তেমনটি মনে করতে চান না শান্ত।

বাংলাদেশ সময় আগামী ২ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৮ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version