Connect with us

ঢালিউড

কষ্ট নিয়েই চলে গেল আমার ভাই- শিবলী মহম্মদ

Published

on

সাদি-মহম্মদ,-শিবলি-মহম্মদ

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তী রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক সাদি মহম্মদ। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে।

সাদি মহম্মদ’র মৃত্যুতে ভেঙে পড়েছেন তার ছোট ভাই প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সংগীতশিল্পীর মরদেহ। শিবলী নিজেই প্রথমে ঘরের দরজা ভেঙে ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। যে মুহূর্ত কোনোভাবেই ভুলতে পারছেন না তিনি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সাংবাদিকদের শিবলী মহম্মদ বলেন, ‘আমার ভাই মনে কষ্ট নিয়ে চলে গেছে। সে মনে করত, তাকে মূল্যায়ন করা হয়নি। কত মানুষ কত পদক পাচ্ছে, এসব তাকে খুব ভাবাতো। সে বড্ড অভিমানী ছিল। আমরা তাকে বুঝাতাম, আমাদেরকে মানুষ ভালোবাসে। পদক দিয়ে কী হবে? কিন্তু তার মনে চাপা কষ্ট ছিল। সেই কষ্ট নিয়েই চলে গেল।’

বুধবার সন্ধ্যার পরের ঘটনা বর্ণনা করে এই নৃত্যশিল্পী বলেন, ‘ইফতার করে ভাই নিজের রুমে গিয়ে গানের রিহার্সেল করছিল। এরপর তার সহকারীকে বলেছে, তুমি বাইরে যাও আমি রিহার্সেল শেষ করে ফোন করলে এসো। তখন আমি তার রুমের সামনে গিয়ে দেখতে পাই ভেতর থেকে দরজা বন্ধ। যেটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়। কারণ, তিনি কখনোই রুমের দরজা বন্ধ করেন না রিহার্সেলের সময়। এরপর কড়া নাড়লেও ভেতর থেকে কোনো শব্দ মেলে না। পরে আমি বলি দরজা ভাঙো। দরজা ভেঙে ভেতরে যে দৃশ্য আমি দেখলাম….।’

Advertisement

শিবলী মহম্মদ বলেন, ‘আমার ভাই রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পেলে একটু তৃপ্তি পেত। সাদি মহম্মদ তো আমার বড়, তার সামনে যখন আমি একুশে পদক পাই সেটা ছিল আমার জন্য বিব্রতকর। আমি ভাইকে বলি, একুশে পদক নিব না। কিন্তু সে আমাকে বলে, কেন নিবি না? তুই তো নাচের জন্য বাংলাদেশে কম কিছু করিস নি। পরে তাকে যখন একুশে পদক অনুষ্ঠানে যাওয়ার জন্য কার্ড দিলাম, সে বললো- না থাক রে। তুই যা। আমি সেখানে যাব না। গেলে অনেকেই প্রশ্ন করবে, আমি কেনো পদক পাই না। এগুলো আমাদেরকে বিব্রত করবে।’

এর আগে সাদি মহম্মদের ব্যক্তিগত সহকারি সোহেল মাহমুদ জানান, বুধবার সন্ধ্যায় বেগুনি ও মুড়ি দিয়ে ইফতারি শেষে নিজ রুমে যান শিল্পী। বেশ কিছুক্ষণ রেয়াজ করেন তানপুরা দিয়ে। এরপর অনেকসময় চুপচাপ থাকায় রুমে ঢুকতে গিয়ে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকিতে সাড়া মিলছিলো না। পরে দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যরা দেখেন ঝুলন্ত অবস্থায় শিল্পীর নিথর দেহ।

সাদি মহম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়।

 

 

Advertisement

ঢালিউড

শাকিব খানের সঙ্গে অভিনয়, যা বললেন অভিনেত্রী তুষি

Published

on

অভিনেত্রী নাজিয়া তুষি। সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমা ‘হাওয়া’, ‘আইসক্রিম’, ‘নেটওয়ার্কের বাইরে’র পর দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে রয়েছেন ঢালিউড অভিনেত্রী নাজিফা তুষি।  তবে সম্প্রতি গণমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে তার নাম। ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার  শাকিব খানের পরবর্তী নায়িকা হিসেবে তার নাম গণমাধ্যমের খবরে শিরোনাম হচ্ছে। অথচ এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এই নায়িকা।

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের  বিপরীতে অভিনয় করেছিলেন যথাক্রমে ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল ও  মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। গুঞ্জন ওঠে বিগ বাজেটের নতুন ছবিতে যিনি নায়িকা হতে চলেছেন তিনি এর আগে কখনও শাকিব খানের সঙ্গে অভিনয় করেননি।  যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার প্রযোজক আরশাদ আদনানও বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি।

সম্প্রতি গণমাধ্যমে খবর চাউর হয়, শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হতে চলেছেন নাজিফা তুষি। আর ছবিটি নির্মাণ করবেন ভার্সেটাইল মিডিয়ার কর্নধার ও প্রযোজক আরশাদ আদনান।

তবে গণমাধ্যমের এই খবরকে অসত্য বলে দাবি করেছেন নায়িকা তুষি। শনিবার (১ জুন) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা হওয়ার বিষয়টি গুজব ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

নাজিফা তুষি বলেন, ‘শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা হচ্ছি, বিষয়টি পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন। আমার সঙ্গে এ বিষয়ে কারো কোনো কথা হয়নি। তবুও যারা এমনটা দাবি করেছেন, তাদের উচিত ছিল নিউজ করার আগে আমার সঙ্গে কথা বলে নেওয়া।’’

Advertisement

এক প্রশ্নের জবাবে নাজিফা তুষি বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে আমার এ বিষয়ে কোনো কথা হয়নি। এমনকি তার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি।’

সম্প্রতি শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন নাজিফা তুষি। তবে নায়িকার ভাষ্য, শাকিব ভাই এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন এমনটাও তার জানা ছিল না।

বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘রিমার্ক হারলানের কিছু কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গেই কথা বলেছি। শাকিব ভাই যে এই প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন, এমনটা জানা ছিল না। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার পরেই জানতে পেরেছি।’

এমআর//

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

নুসরাত ফারিয়া করলে লীলাখেলা আমরা করলে অশ্লীল: ময়ূরী

Published

on

বর্তমান সময়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকেই সবার থেকে আলাদা রূপে পর্দায় নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। একাধিক সিনেমায় ফারিয়াকে আইটেম গানে নাচতে দেখা গেছে। এছাড়া সাহসী এই অভিনেত্রী খোলামেলা ফটোশুটে বরাবরই ভক্তদের হৃদয়ে তুলেছেন ঝড় ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি লুকের একটি ব্যক্তিগত ছবি প্রকাশ করেছেন নুসরাত। ছবিতে শুধু অর্ন্তবাস পরিহিত অবস্থায় দেখা গেছে তাঁকে। ধারণা করা হচ্ছে ছবিটি কোন সমুদ্র সৈকতের ধারে তোলা হয়েছে। তবে স্থানের বিষয়টি গোপন রেখেছেন অভিনেত্রী।

ফারিয়ার সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ফারিয়ার বিকিনি লুকের ছবি প্রকাশের পর সেই ছবিটি চিত্রনায়িকা পলি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছে-‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে’।

চিত্রনায়িকা পলির সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ফারিয়ার সেই ছবিতে মন্তব্য করেছে ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী ময়ূরী। নুসরাত ফারিয়ার খোলামেলা ছবির কঠোর সমালোচনা করে ময়ূরী বলেন,  ‘নুসরাত ফারিয়া করলে লীলাখেলা আমরা করলে অশ্লীল’। ময়ূরীর সেই মন্তব্যের পালটা জবাবে পলি বলেন, ‘এইবার বুঝলা দোস্ত, কেন পোস্ট করলাম’।

চিত্রনায়িকা ময়ূরী ও পলিকে ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা হিসেবে গণ্য করা হয় । দর্শকমহলে তাদের দুজনকে নিয়ে ব্যাপক আপত্তি রয়েছে পর্দায় অশ্লীল চিত্র নিয়ে কাজ করার কারণে। যদিও এই দুই অভিনেত্রীর ‘অশ্লীল’ যুগের নায়িকার তকমা নিয়ে নিজেদের আপত্তি রয়েছে।

Advertisement

নুসরাত ফারিয়া ভক্তরা মনে করছেন নিজেদের ‘অশ্লীল’ যুগের নায়িকার তকমায় আপত্তি থেকেই এবার নুসরাত ফারিয়ার খোলামেলা ছবি নিয়ে খোঁচা দিতে দেখা গেল তাদের।

নুসরাত ফারিয়া  সমালোচকদের সমালোচনা বা আপত্তির কথায় খুব বেশী একটা কান দেননা । ভ্যাকেশন মুডে তিনি এখন ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিন আগেই তিনি ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা দূত হয়েছেন । এরপর দেশের বাইরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন তিনি।

জে/

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

বিয়ের খবর লুকালো আমাকে আর ছেলেকে দিয়ে: পরীমণি

Published

on

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরীফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় ১ বছর হতে চললো। পরীর কাছেই বড় হচ্ছে তাদের একমাত্র সন্তান পুণ্য। বিচ্ছেদের পর থেকেই রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ রাজ-পরীর। তবে সম্প্রতি পরীর বাসায় গিয়েছিলেন রাজ। বিষয়টি খবরের শিরোনামেও এসেছে।

এ নিয়ে পরীমণি গণমাধ্যমকে জানিয়েছিলেন, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নেওয়ার জন্য পরীর বাসায় পা রাখেন রাজ। ছিলেন অনেকক্ষণই।

এর মধ্যেই কথা রটেছে, তবে কি এক হচ্ছেন রাজ-পরী। ঢালিউডে যখন এই আলোচনা সবার মুখে মুখে, তখন পরীর একটি স্ট্যাটাস নিয়ে দানা বেঁধেছে রহস্য। শনিবার (১ জুন) ফেসবুকে এই চিত্রনায়িকা লিখেছেন, যাকে আমার বাসার দারোয়ানই গেটে অ্যালাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!

সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে পরীর এই পোস্ট। অনেকে জানতে চাইছেন কাকে বাসার দারোয়ান ঢুকতে দিবে না কিংবা কে স্বপ্নে পরীর রান্না খেয়েছে?

এমন এক প্রশ্নের উত্তরে পরীমণি লিখেছেন, আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নিমকহারাম!

Advertisement

এই পোস্টে পরী কারো নাম নির্দিষ্ট করে উল্লেখ না করলেও নেটিজেনদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে প্রাক্তন স্বামী শরিফুল রাজকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছেন তিনি। এদিকে, কিছুদিন আগে গুঞ্জন রটে অভিনেতা শরীফুল রাজ ও শবনম বুবলী বিয়ে করেছেন। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে লেখালেখিও হয়। তবে এসব বিষয়ে দুজনের কেউই কোনো কথা বলেননি।

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version