Connect with us

বাংলাদেশ

বন্যা কবলিত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ

Published

on

গাইবান্ধায় নদ-নদীর পানি দ্রুত সময়ে কমলেও দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ কমছে না। দুর্গত এলাকায় ছিন্নমুল মানূষের খাদ্য, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট প্রকট আকার ধারণ করেছে। এ ছাড়া বন্যা দুর্গত অনেক জায়গায় চর্মরোগ, পানিবাহিতসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চরাঞ্চলের কমিনিটি ক্লিনিকসহ সরকারী এবং বেসরকারী বিভিন্ন স্বাস্থ্য সেবাদানকারী চিকিসা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর দেখা মিলছে না। পাশাপাশি চিকিৎসালয় গুলো সারাক্ষন বন্ধ থাকে বলে অভিযোগ করেন চরাঞ্চলের বানভাসীরা।

গাইবান্ধার জেলার বন্যা কবলিত চার উপজেলা সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর। এর মধ্যে যে সব এলাকা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তার মধ্যে কামারজানি, মোল্লারচর, কাপাসিয়া, হরিপুর, ফজলুপুর, উড়িয়া, রতনপুর, ফুলছড়ি, গজারিয়া, এ্যারেন্ডাবাড়ি, কঞ্জিপাড়া, শ্রীপুর, তারাপুর, বেলকাসহ ২৫টি ইউনিয়ন।

বন্যা কবলিত এলাকার মানুষের খাবারের কষ্টের সাথে নতুন করে যোগ হয়েছে নানা ধরনের রোগবালাই। সরকারী বাধে আশ্রয় নেয়া নেওয়াজ আলী  বলেন, এবার বানের পানি দুই তিন থাকছিলো। বানের পানি কমে গেছে কিন্তু কয়েক দিন পানিতে হাটা চলা করায় হাতের ও পায়ের নোখের মাঝখানে ঘায়ের মতো লাল হয়ে গেছে। একে তো খাবারের কষ্ট তার উপর ঘায়ের জালা পোড়ায় জীবন অতিষ্ঠ হওযা গেছে। টেকা নাই তাই হলুদ আর কেরোসিন একসাথে করি ঘায়ের মধ্যে দিয়া থুসম। তাতে এনা আরাম হচে। পানি কমায় বাধে আশ্রয় নেওয়া বানভাসিরা এখন তাদের ঘরে ফিরতে শুরু করেছে।

বন্যা শেষে ঘরে ফেরা সুফিয়া বেগম বলেন, বাড়ি আসি দেখি ঘড়ের বেড়াটেরা সব ভাংগি গেছে। খাবার যা ছিল তা এই কয়দিনে খায়েএ ফেলাছি। এখন বাড়ি ঘর ঠিক করার টাকা কোটে পাম আর কি খায়া থাকমো। ।প্রতিটি বাড়িতে মানুষ আর গবাদি পশুর অবস্থা একই রকম হয়েছে। খাবারের কষ্ট দেখার যেন কেউ নেই। কোন নতুন মানুষ দেখলেই বানভাসি লোকেরা ছুটে আসছে খাবারের আসায়। তারা বলছে ছবি আর খবর ছাপায়া কি হবে বাহে । তোমরা যখন হামার এটি আসছেন তাহলে একনা খাবার আনবার পান নাই। এ রকম আর্তনাথ প্রতিটি মানুষের মাঝে দেখা গেছে।

সদর উপজেলার কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের অবস্থা কাহিল। তাদের অনেকের ঘরে খাবার আছে। কিন্তু রান্না করার মতো জায়গা নাই। তাই পানিতে নেমে কলার ভেলায় চুলা রেখে তাতে রান্না করছেন। এক বেলার রান্না খাবার খাচ্ছেন তিন বেলায়। খাবার পানির তীব্র সংকটের পাশাপাশি চুলা জ্বালানোর মতো উঁচু স্থান নেই । সে কারনে পানির মধ্যে চৌকি উঁচু করে রান্নার কাজ করতে হচ্ছে। মলমূত্র ত্যাগের মতো কোন জায়গা নেই । সরকারীভাবে মেডিকেল টিম গঠনের কথা শোনা গেলেও দুর্গত এলাকায় কাউকে দেখা যায়নি।

Advertisement

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার এস এম ফয়েজ উদ্দিন জানান, চার উপজেলার বন্যাদুর্গত মানুষের জন্য ৮০ মেট্রিক টন চাল ও নগদ ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তালিকা করে এসব চাল বিতরণের করা হয়েছে।

জাতীয়

দুইদিন বিঘ্নিত হবে ডেসকোর প্রিপেইড সেবা

Published

on

সিস্টেম আপগ্রেডেশনের জন্য বৃহস্পতিবার (২৩ মে) থেকে শুক্রবার (২৪মে) পর্যন্ত ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হবে।

মঙ্গলবার (২১ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।

বার্তায় জানানো হয়, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশন কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত প্রিপেইড রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে। আপনার স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রিপেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার অনুরোধ জানানো যাচ্ছে।

২০২৩ সালে বৈশ্বিক বিদ্যুতের ৩০ শতাংশ এসেছে নবায়নযোগ্য উৎস থেকে সাময়িক অসুবিধার জন্য ডেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

টিআর/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আইন-বিচার

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, অনিয়ম তদন্তের নির্দেশ

Published

on

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ ছাত্রীর ভর্তিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২১ মে) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রথম শ্রেণির ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলই থাকবে বলে আদেশে বলা হয়েছে।

বিস্তারিত আসছে…

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

অভিযোগের কোন প্রমাণ যুক্তরাষ্ট্র দিতে পারে নি : সাবেক সেনাপ্রধান

Published

on

আমি যে আমার ভাইদের কন্ট্রাক্ট দিয়েছি, তার প্রমাণ তারা (যুক্তরাষ্ট্র) দিক। আমি মেনে নেব। তথ্য প্রমাণ ছাড়া তো এটা প্রমাণিত না। আমি জোর দিয়ে বলছি, আমি তাদের কোনো কন্ট্রাক্ট দেইনি। বললেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

মঙ্গলবার (২১ মে) দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক সেনা প্রধান।

জেনারেল (অব.) আজিজ বলেন, ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিলো। তার সাথে এই নিষেধাজ্ঞা সম্পৃক্ত ওতোপ্রতোভাবে। অভিযোগ দুইটা একই, কিন্তু এখানে বিস্তারিত বলা হয়নি।

ভাইয়ের প্রসঙ্গে সাবেক সেনা প্রধান বলেন, তিনি সেনাপ্রধান হওয়ার অনেক আগে থেকে তাঁর ভাই বিদেশে বসবাস করে। সে যদি বিদেশে গিয়ে থাকে তাহলে বৈধ পাসপোর্ট নিয়েই গেছে। এখানে তিনি পদ-পদবী ব্যবহার করে দেশের আইন ফাঁকি দিতে সাহায্য করেছেন,যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ মেনে নিচ্ছেন না। এটা সঠিক না।

তিনি বলেন,  চার বছর বিজিবি থাকাকালীন এবং তিন বছর সেনাপ্রধান থাকাকালীন কেউ যদি একটা প্রমাণ দিতে পারে যে, তিনি তাঁর কোনো ভাইকে বা কোনো আত্মীয়কে বিজিবি বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দিয়েছেন। তাহলে তিনি যেকোনো কনসেকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছেন। এসময়ে তিনি তাঁর ভাইদের কোন কনট্রাক্ট দেন নি বলে দাবি করেন।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version