Connect with us

আন্তর্জাতিক

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা, নিহত ১৯

Published

on

ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনের ভিড়ে আবারও নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন ও আহত হয়েছেন আরও ২৩ জন।

রোববার (২৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ভূখণ্ডটির মিডিয়া অফিস জানায়, গাজা শহরের দক্ষিণ-পূর্বে সাহায্যের অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার মিডিয়া অফিস শনিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি দখলদার বাহিনী একটি গণহত্যা চালিয়েছে। হাজার হাজার নাগরিক যখন আল-কুয়েত গোলচত্বরের কাছে আটা ও সাহায্যের জন্য অপেক্ষা করছিল তখন সেখানে হামলা চালিয়ে ১৯ জন হত্যা এবং আরও ২৩ জন বেসামরিক নাগরিককে আহত করেছে।’

এতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এবং ট্যাংকগুলো মেশিনগান দিয়ে ‘অভুক্ত লোকদের দিকে গুলি চালায় যারা আটা এবং সাহায্যের ব্যাগগুলো নেয়ার জন্য অপেক্ষা করছিল। সেটিও আবার এমন একটি জায়গায় যা ইসরায়েলি বাহিনীর জন্য কোনও বিপদ সৃষ্টি করতে পারত না’।

Advertisement

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘বেসামরিক নাগরিকদের ওপর ভারী গুলি চালানো হয়েছে’ এবং আহতদের নিকটবর্তী আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কিন্তু গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার কারণে অনেককে বাইরে খোলা আকাশের নিচে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তিনি বলেন, ‘অনেকে গুরুতর জখম হয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ ছুরির আঘাতে আহত হয়েছেন। বাস্তবতা দুঃখজনক, কঠিন এবং চ্যালেঞ্জিং।’

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী সাহায্যপ্রার্থী জনতার ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে। এমনকি সাহায্য নিতে আসা এসব মানুষের ওপর গুলি চালানোর খবর ‘ভুল’ বলেও দাবি করেছে ইসরায়েল।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘(ইসরায়েলি সামরিক বাহিনী) একটি ত্রাণবাহী গাড়িবহরের কাছে থাকা বহু সংখ্যক গাজাবাসীকে আক্রমণ করেছে বলে যেসব প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, তা ভুল।’

বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘প্রাথমিক অনুসন্ধানে নির্ধারণ করা হয়েছে, কনভয়ের বিরুদ্ধে কোনও বিমান হামলা চালানো হয়নি এবং (ইসরায়েলি) বাহিনী ত্রাণ নিতে আসা লোকজনের ওপর গুলি চালিয়েছে বলে তেমন ঘটনাও পাওয়া যায়নি।’

Advertisement

আন্তর্জাতিক

এবার থামছে মমতার জয়রথ!

Published

on

ফাইল ছবি

ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আর এরই মধ্যে আসতে শুরু করেছে বুথফেরত জরিপ। খবর- এনডিটিভি 

তিনটি বুথফেরত জরিপে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে এবার আর থাকবে না মমতার তৃণমূল কংগ্রেসের দাপট । সেখানে একক আধিপত্য বিস্তার করবে বিজেপি।

বুথফেরত জরিপে জান কি বাত বলছে এবার ৪২টি আসনের মধ্যে ২১ থেকে ২৬টি আসন পেতে পারে বিজেপি।

আর তৃণমূল পাবে ১৬ থেকে ১৮টি। ইন্ডিয়া নিউজ-ডি-ডাইনামিকসের মতে, বিজেপি পাবে ২১টি আর তৃণমূল ১৯টি।

অন্যদিকে রিপাবলিক ভারত-ম্যাট্রিজ বুথফেরত জরিপে জানিয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি পাবে ২১ থেকে ২৫টি আসন।

Advertisement

আর মমতার দল পাবে ১৬–২০টি। এই তিন জরিপেই বলা হচ্ছে, এবারও কংগ্রেস পশ্চিমবঙ্গে তেমন সুবিধা করতে পারবে না।

উল্লেখ্য, আগামী ৪ জুন শুরু হবে ভোট গণনা।

এনএস/

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

আবারও ভারতে ক্ষমতায় বিজেপি!

Published

on

ফাইল ছবি

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে শনিবার। আর এরই মধ্যে সামনে এসেছে বুথফেরত জরিপ। শনিবার (১ জুন) ঘোষিত হয়েছে কয়েকটি বুথফেরত জরিপ। খবর- এনডিটিভি

জরিপগুলো বলছে, নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট পেতে যাচ্ছে ৩৬৭টি আসন। এর মধ্যে বিজেপি এককভাবে পাচ্ছে ৩২৭টি আসন।

অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক পাচ্ছে ১৪৩টি আসন। এর মধ্যে কংগ্রেস পাচ্ছে মাত্র ৫২ টি আসন।

বেশ কয়েকটি প্রতিষ্ঠানটি এসব জরিপ চালিয়েছে। জান কি বাত পরিচালিত জরিপ বলছে মোদির জোট এনডিএ পাবে ৩৬২ থেকে ৩৯২ আসন। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক পাচ্ছে ১৪১ থেকে ১৬১টি আসন।

উল্লেখ্য, আগামী ৪ জুন শুরু হবে ভোট গণনা।

Advertisement

এনএস/

 

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

ভারতে নির্বাচন শেষ, এবার ভোট গণনা   

Published

on

ফাইল ছবি

অবশেষে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। সাত দফায় অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনের শেষ দফায় শনিবার দেশটির ৮টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি আসনে নেওয়া হয় ভোট।

এদিন পশ্চিমবঙ্গের ৯টি লোকসভা আসনে ভোট হয়েছে। আর এর মধ্যে দিয়েই ভারতের ৫৪৩টি লোকসভা আসনেই ভোট নেওয়া সম্পন্ন হলো।

এ দফায় ভারতজুড়ে ভাগ্য নির্ধারণ হয় ৯০৪ জন প্রার্থীর। এর মধ্যে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ ছিলেন কংগ্রেসের অজয় রাই।

আগামী ৪ জুন শুরু হবে ভোট গণনা। সেক্ষেত্রে স্বাধীনতার পর এই নিয়ে দ্বিতীয় বার দীর্ঘদিন ধরে (৪৪ দিন) চললো এই ভোট গ্রহণ প্রক্রিয়া।

১৯৫১-৫২ সালে ভারতে প্রথম লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলে প্রায় চার মাস ধরে। ১৯৮০ সালে সবচেয়ে কম সময়ে ভোট প্রক্রিয়া শেষ হয়। সেসসময় মাত্র ৪ দিন ধরে চলে ওই ভোট গ্রহণ প্রক্রিয়া।

Advertisement

এনএস/

 

 

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version