Connect with us

বিনোদন

আম্বানির ছেলের বউ আগে প্রেম করতেন যার সঙ্গে…

Published

on

আম্বানি

ভারতের গুজরাটের জামনগরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নীতা আম্বানি ও মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বলিউড, দক্ষিণী ও হলিউডের সেলিব্রিটিরা। সেই সঙ্গে হাজির হয়েছিলেন অনন্ত আম্বানির হবু স্ত্রী রাধিকার প্রাক্তন প্রেমিকও।

একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাধিকার প্রাক্তন প্রেমিকের নাম রোহন আগরওয়াল। ২০১৩ পর্যন্ত রোহনের সঙ্গে সম্পর্কে ছিলেন রাধিকা। যদিও পরে ব্যবসায়ী পরিবারের সন্তান রোহনের সঙ্গে রাধিকার বিচ্ছেদ হয়ে যায়। স্কুলে রাধিকা, রোহন ও অনমোল তিন বন্ধু ছিলেন। তবে বিচ্ছেদ হলেও এখনও প্রাক্তনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রোহন। সাবেক প্রেমিকার বিয়েতে এসে নাচের অনুষ্ঠানও করেছেন তিনি।

রাধিকা ও অনন্ত আগামী ১২ জুলাই বিয়ে করতে চলেছেন। এর আগে অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং ঘিরে গুজরাটের জাম-নগরে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নিয়ে চাঁদের হাট বসে। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ইভাঙ্কা ট্রাম্প, সস্ত্রীক মার্ক জাকারবার্গ, বিল গেটস, সুন্দর পিচাইসহ বড় বড় অতিথিরা।

দেশের স্বনামধন্য অতিথিদের মধ্যে হাজির ছিলেন বলিউডের তিন খান শাহরুখ, আমির ও সালমান। এছাড়াও, রণবীর-দীপিকা থেকে শুরু করে বলিউডের অন্য অতিথিরাও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। ক্রিকেট জগতের নক্ষত্রেরাও আমন্ত্রণ পেয়েছিলেন এই অনুষ্ঠানে।

টলিউড

আমার প্রথম প্রেম, প্রথম মনভাঙা, কার কথা বললেন দেবলীনা?

Published

on

সসপ্যান-এ টগবগ করে ফুটছে দুধ। তৈরি হচ্ছে চা। শহর কলকাতার রাস্তার ধারে এই চিত্রটা নিত্যদিনের। রাস্তায় দাঁড়িয়ে এই ভাঁড়ে চা খাওয়ার মজাই আলাদা। সম্প্রতি ফুটপাতে দাঁড়িয়ে এভাবেই কোনও এক বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে চায়ে চুমুক দিতে দেখা গেলো দেবলীনা কুমারকে।

পরনে পিওর সিল্ক শাড়ি, সঙ্গে দড়ি বাঁধা হল্টার নেক ব্লাউজ, পায়ে স্নিকার্স, চোখে রোদচশমা। একপ্রকার খোলা পিঠে শাড়ির আঁচল ফেলে ট্রাম ডিপো সংলগ্ন এলাকা ধরে হাঁটতে দেখা গেলো দেবলীনা কুমারকে। তারপর টুক করে উঠে পড়লেন ট্রামে। গালে হাত দিয়ে ট্রামের জানালার বাইরে দিয়ে তাকাতে তাকাতে উদাস হয়ে পথ চলা। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রনাথের ‘আমার মন মানে না’ গান জুড়েছেন দেবলীনা কুমার।

কলকাতা বেড়ানোর এই ভিডিওটি পোস্ট করে দেবলীনা লিখেছেন, ‘আমার শহর কলকাতা My city Kolkata জানে আমার প্রথম প্রেম, প্রথম মনভাঙা, আমার সুখ-দুঃখ সবকিছুর সাক্ষী আমার এই শহর।’

দেবলীনার এই ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। দেবলীনার রূপে মুগ্ধ বহু নেটনাগরিক। অনেকেই আবার অভিনেত্রী, নৃত্যশিল্পীর শাড়িটির প্রশংসা করেছেন। তবে তারই মধ্যে কিছু ট্রোলার তো সর্বত্র বিরাজমান। একজন লিখেছেন, ‘এমা ব্লাউজ পরেননি।’ কেউ আবার শুধুই হেসেছেন।

উল্লেখ্য, তৃণমূল নেতা দেবাশিস কুমারের মেয়ে হলেন দেবলীনা কুমার। তবে রাজনীতির দিকে পা বাড়ননি তিনি। বরং বিনোদনের দুনিয়ায় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত তিনি। তবে দেবলীনার আরেক পরিচয় হল তিনি নৃত্যশিল্পী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র নৃত্যেরই অধ্যাপক তিনি। বেশকিছুদিন আগে PhD-ও কমপ্লিটও করেছেন দেবলীনা। ব্যক্তিগত জীবনে গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী তিনি, অর্থাৎ উত্তমকুমারের বাড়ির বউমা।

Advertisement

জেএইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

বলিউড

অর্জুন-মালাইকার ৬ বছরের গভীর প্রেমে ভাঙন!

Published

on

সম্পর্ক ভাঙা-গড়া জীবনের একেকটা পর্যায়ে আসতেই থাকে। কিন্তু মাঝপথে যদি থেমে যায় সেই সম্পর্কের গতি? যে কোনও ব্যক্তির জন্যই তা সুখকর নয়। জীবনের ঠিক এমনই একটি মোড়ে এসে পৌঁছেছেন অর্জুন-মালাইকা। ছয় বছরের গভীর প্রেমে ভাঙন!

অর্জুন ও মালাইকারই একাধিক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছে। জানা যাচ্ছে, নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন তারা।

কী কারণে এত দিনের সম্পর্কে ইতি টানলেন মালাইকা-অর্জুন, তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে, মালাইকা ও অর্জুনের সম্পর্ক সত্যিই খুব ভালো ছিল। বিচ্ছেদ হলেও পরস্পরের প্রতি মনে বিশেষ জায়গা রাখবেন তারা। ওঁরা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেছেন বলেই এই বিষয় নিয়ে তারা চুপ থাকবেন। এই সম্পর্ক নিয়ে ওঁরা অন্য কাউকেই কাটাছেঁড়া করতে দেবেন না।

গেলেঅ বছর থেকেই মাঝেমধ্যে এই গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মাঝে দুই তরফেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বহাল রেখেছিলেন। কেউ শান্তির খোঁজে তো কেউ বা আবার আবর্জনা কটাক্ষে নেটপাড়ায় শোরগোল ফেলছেন! সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। তবে তারপরও একসঙ্গে দেখা গেছে অর্জুন-মালাইকাকে। এবার তারকাজুটির বিচ্ছেদের জল্পনায় সিলমোহর! অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্রই এই খবরে সিলমোহর বসিয়েছে।

২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তাতে দুই তারকা কখনও কান দেননি। তবে বয়সের সেই ফারাকই কি তাদের সম্পর্কে অন্তরায় হলে দাঁড়াল?

Advertisement

শোনা যায়, বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। মালাইকা ও অর্জুন এখন ভিন্ন পথের যাত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে নিজেদের কিছুটা সময় দিয়েছিলেন তারা। দূরে থেকেই বুঝতে চেয়েছিলেন সম্পর্কের গুরুত্ব। কিন্তু সেই দূরত্বই এবার চূড়ান্ত মোড় নিল

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

বলিউড

‘প্রেমে শারীরিক ঘনিষ্ঠতা থেকে বিপদ আসে’, কেন বললেন জাহ্নবী?

Published

on

নিজের সম্পর্ক নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন অভিনেত্রী জাহ্নবী কাপূর। পরোক্ষভাবে হলেও, স্বীকার করে নিয়েছেন শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে আছেন তিনি। কয়েকদিন আগে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের প্রসঙ্গে মন্তব্য করে নেটপাড়ায় কটাক্ষের মুখে পড়েছিলেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। আর এবার জাহ্নবী কথা বললেন প্রেমে শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে। সম্পর্কে সঠিক রসায়ন বজায় থাকলে শারীরিক ঘনিষ্ঠতা আসবে। কিন্তু তার পর কী হবে?

সামাজিকমাধ্যমে প্রায়ই মজার কিছু ভিডিও শেয়ার করেন জাহ্নবী। তার রসবোধের অনুরাগীর সংখ্যাও কম নয়। তাই এবার ‘স্ট্যান্ড আপ কমেডিয়ান’-এর রূপে ধরা দিলেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যম আয়োজিত সেই শোতে জাহ্নবী শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে কথা বলেন। জাহ্নবী ভিডিওর শুরুতেই বলেন, ‘ভালবাসার দেবতাকে অনুরোধ, কোন প্রসাধনী ভালো, তা দয়া করে বলা বন্ধ করুন। বদলে আমাকে বলুন জীবন বাঁচাতে ও সুস্থ থাকতে কী করা উচিত।’

অভিনেত্রী বলেন,‘নিষেধের লাল পতাকা নয়। লাল ক্রস (চিকিৎসা ক্ষেত্রে যে চিহ্ন ব্যবহৃত হয়) সম্পর্কে বলুন। প্রেম তো ভালোই চলবে। কিন্তু কোন বিষয়ে সচেতন থাকতে হবে? প্রেম ভালো চললে কী করি আমরা?’’ এর পরেই জাহ্নবী মনে করিয়ে দেন, শারীরিক ঘনিষ্ঠতা থেকে অসুস্থতাও তৈরি হতে পারে।

জাহ্নবী বললেন, ‘সম্পর্কের ক্ষেত্রে রেড ফ্লাগ নয়, রেড ক্রশ মাথায় রাখুন। কারণ, প্রেম থাকুক, কিন্তু ক্লিনিক্যাল ব্যাপারটাও মাথায় থাকুক। কেননা, শারীরিক ঘনিষ্ঠতার সময়ে ত্বকের সঙ্গে ত্বক স্পর্শ করলে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) ছড়িয়ে পড়তে পারে। তবে হ্যান্ডশেক বা চুমুতে আপত্তি নেই। যৌনাঙ্গের সঙ্গে যৌনাঙ্গের সংস্পর্শেই সমস্যা।’

জাহ্নবী এই গুরুত্বপূর্ণ বার্তা খুবই মজার ছলে দিয়েছেন। তাই সচেতন হওয়ার পাশাপাশি সেই শোয়ের দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। তবে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ট্রোলডও হয়েছেন জাহ্নবী। এক জন মন্তব্য করেছেন, ‘কেউ এই পুরো বক্তব্যটি জাহ্নবীর জন্য লিখে দিয়েছেন। কিন্তু, তাও ঠিক করে বলতে পারেননি তিনি। এটা শুনে কারও হাসি পাবে? খুবই একঘেয়ে পুরোটা।’

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version