Connect with us

বাংলাদেশ

বলিউড অভিনেতাদের কার উচ্চতা কত

Published

on

বলিউড সিনেমা জগতে কাজ করার জন্য শুধু অভিনয় দক্ষতা নয়, অভিনেতা মানে চোখের সামনে বলিষ্ঠ দেহ ও সুউচ্চতাসম্পন্ন কোনও ব্যক্তির কথা মাথায় আসে। বিগ-বি, জুনিয়র বচ্চন, সোনু সুদ, ববি দেওল, হৃতিক রোশন-সহ হাতেগোনা কয়েক জন অভিনেতার উচ্চতা ছয় ফুটের বেশি।

ইন্ডাস্ট্রিতে এমন বহু তারকা রয়েছেন, যাদের উচ্চতা অনেকটাই কম। তবুও ‌তাঁরা শুধু মাত্র দক্ষ অভিনয়ের মাধ্যমে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। এই তালিকায় রয়েছেন আমির খান থেকে সালমান খান, রণবীর সিংহ থেকে শহিদ কাপূর এবং আরও অনেকেই।

বলিউডের ‘কিং খান’-এর উচ্চতাও অনেকটা কম। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। বড় পর্দার আগমনের মাধ্যমে নয়, দর্শকদের মন শাহরুখ জয় করতে শুরু করেছিলেন অনেক আগে থেকেই। ছোট পর্দায় ‘ফৌজি’, ‘সার্কাস’ প্রভৃতি হিন্দি ধারাবাহিকে তাকে প্রথম দেখা যায়। ১৯৯২ সালে ঋষি কাপূর ও দিব্যা ভারতীর সঙ্গে তিনি বড় পর্দায় প্রথম অভিনয় করেন। তবে, তাঁর উচ্চতা ছয় ফুটের চেয়ে অনেকটা কম। বলিউডের ‘বাদশাহ’-র উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।

ভারতীয় চলচ্চিত্র জগতের ‘পারফেকশনিস্ট’ হিসাবে সুনাম রয়েছে আমির খানের। তিন দশক ধরে তিনি বলিউডের একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন। ইন্ডাস্ট্রির ‘পারফেকশনিস্ট’ হলেও উচ্চতার দিক থেকে তিনি ছয় ফুটের গণ্ডি পেরোতে পারেননি। তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি। বলিউডের সবচেয়ে কম উচ্চতাসম্পন্ন অভিনেতাদের তালিকায় আমির তৃতীয় স্থানে রয়েছেন।

অভিনেতা নয়, কেরিয়ারের প্রথম জীবনে ‘দিল তো পাগল হ্যায়’, ‘তাল’-এর মতো হিট ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সারের ভূমিকা পালন করেছিলেন শহিদ কাপূর। ২০০৩ সালে ‘ইশক ভিশ্‌ক’ সিনেমা থেকে তার যাত্রা শুরু। বলিউডের ‘কবীর সিং’-এর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি।

Advertisement

শুধু সিনেমায় অভিনয় নয়, তার ছবিতে গান গেয়েও বড় মাপের গায়কদের টেক্কা দিচ্ছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনি যে ছবিগুলিতে অভিনয় করেন, সেগুলি দর্শকদের মনে কোথাও গিয়ে প্রশ্ন তোলে। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আয়ুষ্মান অভিনীত ‘অনেক’ ছবিটি। উত্তর-পূর্ব ভারতে সৃষ্ট জটিল পরিস্থিতির উপর এই ছবিটি বানানো হয়েছে। অভিনয় ও গায়ক হিসেবে বলিউডের শীর্ষ স্থানে থাকা আয়ুষ্মানের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।

‘গ্যাঙ্গস্ অব ওয়াসিপুর’-এর সর্দার খান থেকে ‘ফ্যামিলি ম্যান’-এর শ্রীকান্ত— সিনেমা হোক বা ওয়েব সিরিজ, যে চরিত্রেই মনোজ বাজপায়ী অভিনয় করেছেন, সেই চরিত্র দর্শকদের মনে দাগ কেটেছে। ২০১৯ সালে ‘পদ্মশ্রী’ প্রাপ্ত এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।

নব্বইয়ের দশকে প্রচুর হিট ছবিতে অভিনয় করেছেন সাইফ আলি খান। হাস্যরস ও নাটকীয়তায় পরিপূর্ণ কোনও চরিত্রই হোক বা কোনও ঐতিহাসিক চরিত্র— সব চরিত্রকেই বড় পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। এই রাজপুত অভিনেতার উচ্চতাও পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।

৩০ বছরেরও বেশি বলিউডে রাজত্ব করেছেন এই অভিনেতা। সালমান খান থেকে ভক্তদের ‘ভাইজান’ হয়ে উঠেছেন তিনি। বর্তমানে হিন্দি ছবির প্রযোজনাও করেন তিনি। বলিউডের ‘ব্যাচেলর’ সলমনের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি।

বি-টাউনে আগমন মাত্র ১২ বছর। এরই মধ্যে পেশোয়া বাজিরাও থেকে আলাউদ্দিন খলজী, এমনকি কপিল দেবের ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় বিরাজ করছেন রণবীর সিংহ। বলিউডের ‘গাল্লি বয়’-এর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি।

Advertisement

‘ভুল ভুলাইয়া ২’ বক্স অফিসে থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে। কমেডি সিনেমার প্রচলিত মুখ কার্তিক আরিয়ান। এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন বরুণ ধাওয়ান। কমেডির চরিত্রেই হোক বা কোনও গুরুগম্ভীর চরিত্রে— বরুণ সব চরিত্রেই দক্ষতার সঙ্গে অভিনয় করেন। ডেভিড-পুত্রের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি।

বহু ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের মন জয় করেছেন রাজপাল যাদব। তবে উচ্চতার দিক দিয়ে বিচার করলে সবচেয়ে নীচে তারই নাম রয়েছে। রাজপালের উচ্চতা পাঁচ ফুট ২ ইঞ্চি।

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Published

on

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়ক পথে যাত্রা করেন শেখ হাসিনা। সকাল পৌনে ১০টার দিকে গোপালগঞ্জে পৌঁছান তিনি।

এরপর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় প্রধানমন্ত্রীর সাথে তার ছোট বোন শেখ রেহানা, ভাই শেখ হেলালসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সফরে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী।

Advertisement

আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন। এরপর বিকালে ঢাকায় ফিরে আসবেন শেখ হাসিনা।

প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন যিনি

Published

on

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সিনেটে এই মনোনয়ন চূড়ান্ত হলে ঢাকাস্থ দূতাবাসে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন তিনি। ডেভিড স্লেটন মিল বর্তমানে চীনে মা‌র্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে বাংলাদেশে ডেপুটি মিশন প্রধান ছিলেন।

বৃহস্পতিবার (৯ মে) প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলর নাম ঘোষণা ক‌রেন।

জানা যায়, ডেভিড মিল বেইজিংয়ে দা‌য়ি‌ত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরোর ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপ-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি।

প্রসঙ্গত, মিনিস্টার কাউন্সিলর হিসেবে ১৯৯২ সালে ফরেন সার্ভিসে যোগ দেন ডেভিড মিল।

আই/এ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

Published

on

একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (১০ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি।

এ সফরে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন। এরপর বিকালে ঢাকায় ফিরে আসবেন শেখ হাসিনা।

Advertisement

প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version