অপরাধ

যাত্রীদের মারধরে প্রাণ গেলো চালক-কন্ডাক্টরের

যাত্রীদের মারধরে প্রাণ গেলো চালক-কন্ডাক্টরের
বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে তর্কের জেরে মারধরের শিকার হয়ে আশুলিয়ায় ইতিহাস পরিবহনের চালক ও  কন্ডাক্টর নিহত হয়েছেন। নিহতরা হলেন গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও  ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)। সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তারা মারা যান। নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান। মো. মাসুদুর রহমান জানান, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহনের চালক ও কন্ডাক্টর । গুরুতর আহতাবস্থায় তাদের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। প্রসঙ্গত, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন #যাত্রীদের #মারধরে #প্রাণ #গেলো #চালককন্ডাক্টরের