উত্তাল শ্রীলঙ্কা, সংঘর্ষে আহত ৮৪

শ্রীলঙ্কার গেলো বুধবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবন দখল এবং পার্লামেন্ট ভবনের ঢোকার চেষ্টাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে আহত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন। এদিকে, ওইদিন চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন এক বিক্ষোভকারী । 

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) কলম্বোর ন্যাশনাল হসপিটালের (সিএনএইচ) দেয়া তথ্য নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন। 

সিএনএইচের একটি সূত্র জানিয়েছে, গেলো রাতে পার্লামেন্টের কাছে সংঘর্ষের ঘটনায় আহত ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

উল্লেখ্য, গণবিক্ষোভের মুখে গেলো মঙ্গলবার (১২ জুলাই) মধ্যরাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান। এরপর গোতাবায়ার আস্থাভাজন হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে বিক্ষোভকারীরা। তারা প্রধানমন্ত্রীর কার্যালয় দখলে নেয়। প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢোকার চেষ্টা করার সময় বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস এবং জল কামান ছোড়া হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়।

পরবর্তীতে পার্লামেন্টের স্পিকার রনিলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে জানালে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন দখলের চেষ্টা করে। এছাড়া স্পিকারের বাসভবনেও আক্রমণের চেষ্টা চালায় তারা।

অন্যদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পার্লামেন্ট ভবন রক্ষার্থে তৎপর হওয়ার নির্দেশ দেন। জারি করেন কারফিউ। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হলে আরও বেশ কয়েকজন আহত হন। 

এসি

Recommended For You

Exit mobile version