Connect with us

দেশজুড়ে

সহ্য হয়নি স্ত্রীর পরকীয়া, জীবনই দিয়ে দিলেন স্বামী

Published

on

পঞ্চগড়ে  স্ত্রীর পরকীয়ায় সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন স্বামী। নিহত ওই ব্যক্তির নাম দেবারু(৩৮)। নিহত দেবারু ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত ঢাকার একটি বেসরকারী কোম্পানিতে  কর্মরত আছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল)  বিকেলে জেলার বোদা উপজেলার বানিয়াপাড়া এলাকায় এন্তাজুলের বাসায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক।

নিহত দেবারুর বাড়ি বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের ফিনদাইলবাড়ি পাড়া গ্রামে। সে ওই এলাকার শুকুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দেবারুর স্ত্রী এক ব্যক্তির সাথে পরকীয়ায় জড়ান। এ নিয়ে দেবারু একাধিকবার তার শ্বশুর বাড়ির লোকজনের কাছে অভিযোগ করেন। সম্প্রতি নিজ এলাকায় ঈদের জন্য দেবারু ও তার স্ত্রী বাসায় আসলে সেখানেও তাকে নির্যাতন করা হয়। মঙ্গলবার স্বামী দেবারুকে রেখে ঢাকায় যান স্ত্রী। এ ঘটনায় ওই দিন সকালে স্ত্রীর বড় ভাইয়ের বাসায় অভিযোগ করতে আসেন দেবারু। অভিযোগ করার পরেও শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে কোনরকম সাড়া পাননি দেবারু। এতে ক্ষুব্দ হয়ে সবার অজান্তে স্ত্রীর বড় ভাইয়ের ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন দেবারু।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বিয়ের পরপরই সংসারের স্বচ্ছলতা ফেরাতে ঢাকায় পাড়ি জমায় এ দম্পতি। এরই মধ্যে পরকীয়ায় জড়ান স্ত্রী। এ নিয়ে তাদের মধ্যে বারবার ঝগড়া বিবাদ চলে আসছিল। তবে পরকীয়ার এ অভিযোগের কোনো সুরাহা না পেয়ে আত্মহত্যা করেন দেবারু।

Advertisement

এলাকাবাসীরা জানান, প্রায় নানা অভিযোগ নিয়ে নিহত দেবারু তার শশুর বাড়ির লোকজনের কাছে অভিযোগ করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তদন্তে কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যাবে। এছাড়া লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

 

Advertisement

ঢাকা

আড়াইহাজারে একাধিক কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোটদান

Published

on

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের ‘ঘোষিত’ প্রার্থীকে প্রকাশ্যে ভোট দেয়া, গোপন বুথে এজেন্টদের নজরদারি, মুঠোফোন নিয়ে এজেন্টদের বুথে প্রবেশ ও জাল ভোট দেয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার অধিকাংশ কেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

শাহজালাল মিয়ার বিপরীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া প্রতীক)।

তাদের মধ্যে সাইফুল ইসলামকে নিজের প্রার্থী ঘোষণা করেছেন বলে আড়াইহাজারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্রার্থী শাহজালাল মিয়া।

এই প্রার্থী ও তার সমর্থকরা অভিযোগ করেন, ভোট শুরু হওয়ার পর সকাল নয়টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের ৯৮ নম্বর দড়ি সভ্যবান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে ১ নম্বর বুথে কয়েকজন ভোটারকে প্রকাশ্যে ঘোড়া প্রতীকে ভোট দিতে দেখা যায়। ভোট দেয়ার পর ওই ভোটার ফের লাইনে দাঁড়ান এবং আবারও ভোট দিতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে যান। এ সময় তার হাতের আঙ্গুলে লাগানো অমোছনীয় কালি দেখিয়ে ফের ভোট দিতে আসার কারণ জানতে চাইলে ওই ভোটার কোনও সদুত্তর দিতে পারেননি।

Advertisement

এ সময় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুরাদ হোসেন এসে ওই ভোটারকে বুথের বাইরে নিয়ে যান এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে কেন্দ্র থেকে চলে যেতে সহায়তা করেন বলে অভিযোগ করেন প্রার্থী শাহজালাল মিয়া।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুরাদ হোসেন ভূঁইয়া বলেন, ‘দোয়াত কলমের একজন এজেন্টও আসেননি। আমি সুষ্ঠু ভোটের চেষ্টা করছি। কিন্তু আমি একদিকে গেলে ওরা আরেকদিক থেকে প্রবেশ করে। যা ঘটেছে তার জন্য আমি আন্তরিক দুঃখিত।’

এ বিষয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, ‘আমি এলাকায় নাই। কেউ আমার নাম বললেই সেটা সত্য হবে এমন নয়। আমি খোঁজ নিয়ে যতোটুকু জেনেছি নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে এবং ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। আর যে প্রার্থী অত্যধিক জনপ্রিয় তার পক্ষে ব্যাপক ভোট পড়বে এটাই স্বাভাবিক। ভোট নিয়ে আমার কোনও নির্দেশনা থাকার প্রশ্নই উঠে না।’

এদিকে সকাল থেকে আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর কেন্দ্রে ঘোড়া প্রতীকে প্রকাশ্যে ভোট দিতে দেখা গেছে। শনিবার ওই কেন্দ্রে গোপন বুথে ভোট না দিয়ে প্রকাশ্যে ভোট দেয়ার নির্দেশ দিয়েছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন সিকদার।

এসব ঘটনার ব্যাপারে বেলা ১১টায় সরকারি সফর আলী কলেজ কেন্দ্রে শাহজালাল মিয়া সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের পরিবেশ গতকাল রাত থেকে নষ্ট করা হয়েছে। কোথাও আমার এজেন্টরা কেন্দ্রে ঢুকতে পারেনি। ফতেহপুর, কালাপাহাড়িয়া ও দুপ্তারায় প্রকাশ্যে সিল মারা হচ্ছে। আনারস ও ঘোড়া মার্কার প্রার্থীদের এজেন্টরা এক হয়ে এই কাজগুলো করছেন। সংসদ সদস্য নিজে এবং তার লোক দিয়ে এসব কাজ করাচ্ছেন।’

Advertisement

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোথাও কোথাও কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা সেগুলোর প্রতিকার করছি।’

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

বায়ুদূষণে আজ ঢাকা দ্বিতীয়

Published

on

বায়ুদূষণের কারণে বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।

মঙ্গলবার (২১ মে) সকালে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৭৩। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

ভারতের দিল্লি, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা যথাক্রমে ২৫৫, ১৬৭ ও ১৬৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।

বায়ু বিশেষজ্ঞরা বলেন, শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১ থেকে ১০০ ‘মোটামুটি’, ১০১ থেকে ১৫০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে।

Advertisement

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

কলেজ পড়ুয়া গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Published

on

কলেজ পড়ুয়া এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ মে) রাতে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম মিম আক্তার (১৭)। মিমের বাবার নাম বাহার উদ্দিন। স্বামী মজিদের সঙ্গে টঙ্গী বাজার এলাকায় বাস করতেন ওই গৃহবধূ।

টঙ্গী পূর্ব থানার এসআই আরফান আলী লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, মিম রাজধানীর উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে স্বামী মজিদের সঙ্গে কথা কাটাকাটি হয় মিমের। এরই একপর্যায়ে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। পরে পরিবারের অন্যান্য সদস্য তাকে ডাকাডাকি করে তার কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি পরিষেবা-৯৯৯ ফোন করেন। রাত ৯টার দিকে পুলিশ ওই কক্ষের সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

Advertisement

টঙ্গীপূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

 

এসি//

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version