রাজনীতি

ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে :ফারুক

ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে :ফারুক
ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছে, চলবে। ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, কারণ আপনারা এদেশের গণতন্ত্র গলাটিপে হত্যার জন্য সাহায্য করেছেন। বললেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার  (২২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক মানববন্ধনে এসব কথা  বলেন ফারুক। জয়নুল আবদিন ফারুক বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলেন সেই স্বাধীন দেশের রাষ্ট্রক্ষমতা আজ এই দেশের জনগণের ওপরই ব্যবহার করা হচ্ছে। যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতেন, সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের ওপর পাথরের মতো চেপে বসে আছে। এ বিএনপি নেতা বলেন, সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে। সরকার গণতন্ত্রকে হত্যা করবে, বিরোধীদের নির্যাতন করবেন এটা দেশের জনগণ মানবে না। তিনি  বলেন,সরকার মুক্তিযুদ্ধের  কথা বলেন। আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন একবার দেশে জনগণের সামনে বলুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একজন বড় দলের নেতা, তার কথাবার্তায় সংযত হওয়া উচিত। আওয়ামী লীগকে বলতে চাই, বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না। প্রসঙ্গত, মানবন্ধনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | পণ্য | বর্জন | আন্দোলন | চলবে | ফারুক