Connect with us

ক্রিকেট

বিশ্বকাপের শুভেচ্ছাদূত হলেন যুবরাজ

Published

on

জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংকে শুভেচ্ছাদূত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।   যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রচারণামূলক অনুষ্ঠানগুলোতে দেখা যাবে যুবরাজকে।

আইসিসির শুভেচ্ছাদূত হয়ে যুবরাজ বলেছেন, ‘৬ বলে ৬ ছক্কাসহ আমার মজার কিছু ক্রিকেট স্মৃতি এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এবারের টুর্নামেন্ট যেটা হতে যাচ্ছে সবচেয়ে বড়, তার অংশ হতে পেরে রোমাঞ্চিত। ক্রিকেট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত একটা জায়গা। যুক্তরাষ্ট্রেও ক্রিকেট সম্প্রসারিত হচ্ছে, বিশ্বকাপের মধ্য দিয়ে সেই সম্প্রসারণের অংশ হতে পেরে রোমাঞ্চিত।’

 

আগামী ৯ জুন নিউইয়র্কের ভারত–পাকিস্তান ম্যাচেও মাঠে উপস্থিত থাকবেন ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা সাবেক এই ক্রিকেটার। ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে যুবরাজ বলেছেন, ‘নিউইয়র্কের ভারত-পাকিস্তানের ম্যাচ এই বছর সবচেয়ে বড় ম্যাচের একটি। নতুন স্টেডিয়ামে বিশ্বের সেরা খেলোয়াড়দের দেখা, এর অংশ হওয়ার আমার জন্য সম্মানের।’

 

 

Advertisement

ক্রিকেট

মাত্র এক সপ্তাহে শেষ হলো পানেসারের রাজনৈতিক যাত্রা

Published

on

মন্টি পানেসারের রাজনৈতিক যাত্রা মাত্র এক সপ্তাহে শেষ হলো। সাবেক এই ইংলিশ ক্রিকেটার সম্প্রতি ঘোষণা দিয়ে রাজনীতিতে আসেন। সামনে ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবেন বলে মনস্থির করেন। জর্জ গ্যালোওয়ে ওয়ার্কার্স পার্টির হয়ে প্রচার প্রচারণাতেও দেখা যায় তাঁকে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি।

 

পানেসারের বয়স এখন ৪২ চলছে। ইংল্যান্ডের হয়ে ৫০ টি টেস্ট খেলেছেন, ২৬ টি ওডিআই খেলেছেন, ঝুলিতে আছে একটি টি-টোয়েন্টি ম্যাচ। গ্রেটার লন্ডনের ইলিং সাউথহল থেকে নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল তাঁর।

 

ওয়ার্কার্স পার্টির পক্ষে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এ একটি লেখাও দিয়েছেন তিনি। যেখানে ওয়ার্কার্স’দের কণ্ঠসর হতে চান, এমন অভিব্যক্তি জানান। শুধু তাই নয়, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে চান বলেও মনোবাসনা প্রকাশ করেন।

 

Advertisement

তবে মাত্র এক সপ্তাহের মাথায় সিদ্ধান্ত বদলে ফেললেন পানেসার। তিনি মনে করেন, আরও শেখার রয়েছে তাঁর। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ লিখেছেন, “আমি এখন অন্যদের কিছুটা সাহায্য করতে চাই। কিন্তু খেয়াল করলাম, আমি যাত্রার শুরুতে অবস্থান করছি। এখনো শিখছি রাজনীতি কীভাবে মানুষকে সাহায্য করতে পারে।“

 

এরপর তিনি যোগ করেছেন, “তাই আমি আজকে দ্য ওয়ার্কার্স পার্টির হয়ে সাধারণ নির্বাচনের প্রার্থী হিসেবে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।“ পানেসার এরপর লিখেছেন, “আমি বুঝতে পারছি আমার আরও সময় নিতে হবে শুনতে, শিখতে এবং রাজনৈতিক বাস্তু খুঁজে পেতে- যা আমার ব্যক্তিগত ও রাজনৈতিক মূল্যবোধের সাথে সংযোগ করতে পারে।“

 

ইংল্যান্ডের হয়ে ২০০৬ সালে অভিষেক হয় পানেসারের। ভারতের শিখ ধর্মের প্রতিনিধিত্ব করা প্রথম ইংলিশ ক্রিকেটার তিনি। পানেসারের ক্যারিয়ার শেষ হয় ২০১৩ সালে এসে।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

সুরিয়াকুমারের ডিএনএ টেস্ট করতে বললেন পারনেল

Published

on

মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটার সুরিয়াকুমার যাদব দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সোমবার (৬ মে) রাতে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সুরিয়াকুমারের ব্যাটে ভর দিয়ে সহজে ম্যাচ জিতেছে মুম্বাই। তাঁর ৫১ বলে শত রানের ইনিংস নিয়ে নানা আলোচনা চলছে। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা পেসার ওয়েইন পারনেল কিছুটা মজা করে সুরিয়াকুমারের ডিএনএ টেস্ট করার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। জবাব দিতে নেমে দলীয় ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে ছিল মুম্বাই। সেখান থেকে সুরিয়াকুমারের শুরু। দলের প্রয়োজনে যেন ভয়ানক হয়ে উঠলেন এই ব্যাটার।

সঙ্গী হিসেবে তিলক ভার্মাকে বেছে নিলেন। যখন মাঠ ছেড়েছেন অপরাজিত ৫১ বলে ১০২ রান সুরিয়াকুমারের নামের পাশে। দল জিতেছে ১৭.৩ ওভারে ৭ উইকেটে। অন্যদিকে তিলক অপরাজিত ছিলেন ৩২ বলে ৩৭ রানে।

হায়দ্রাবাদের বোলারদের ডেলিভারি করা বলগুলো ফানুসের মতো ভাসছিল, আছড়ে পড়ছিল গ্যালারিতে। নিজেকে প্রমাণ করলেন আবারও, কেন তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ ব্যাটার। তাঁর ১০২ রানের ইনিংসে ছিল ১২ টি চার, ৬ টি ছক্কা।

এমন ইনিংসে ক্রিকেট-পাড়ায় শোরগোল উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরিয়াকুমারকে নিয়ে নানা লেখা ভাসছে। প্রোটিয়া পেসার পারনেল ‘এক্স’ এ একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, “কেউ কী কখনো সুরিয়াকুমারের (যাদব) ডিএনএ টেস্ট করেছেন? এই লোকটা আলাদা, আলাদা।”

সুরিয়াকুমারের শত রানের ইনিংস আরও অনেক সাবেক ক্রিকেটারদের মুখ খুলতে বাধ্য করেছে। চলতি আইপিএলে দলগুলো নিজেদের রান ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করছে। যদিও মুম্বাই ইন্ডিয়ান্স টুর্নামেন্ট-জুড়ে বেশ খারাপ পারফরম্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৮ টি হার, ৪ টি জয় নিয়ে টেবিলের নবম দল মুম্বাই।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে তাসকিন, উন্নতি মেহেদী-হৃদয়ের

Published

on

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচে দারুণ পারফর্ম করার পুরস্কার পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন আহমেদ ও শেখ মেহেদী- এই দুই খেলোয়াড়ের র‍্যাংকিংয়ের উন্নতি ঘটেছে। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

আইসিসি কর্তৃক হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে তাসকিন ও মেহেদী- দুজনের উন্নতি লক্ষ করা যায়। পেসার তাসকিন ও স্পিনার মেহেদী, বল হাতে দারুণ পারফর্ম করেছেন। সিরিজের শীর্ষ ৬ জন উইকেট-সংগ্রহকারী বোলারদের মধ্যে চার জনই বাংলাদেশের।

টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে বর্তমানে ২৬তম অবস্থানে তাসকিন। এখন পর্যন্ত ৮.৮৩ গড়ে ৬ উইকেট সংগ্রহ করেছেন এই পেসার। টি-টোয়েন্টি সংস্করণে এটি তাসকিনের ক্যারিয়ার সেরা র‍্যাংকিং।

জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে ৩ উইকেট সংগ্রহ করেছেন মেহেদী। তিনিও ৬ ধাপ এগিয়েছেন, অবস্থান করছেন যৌথভাবে ২২তম স্থানে। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তাওহিদ হৃদয়। সংগ্রহ করেছেন ১২৭ রান, যেখানে দুই ম্যাচে অপরাজিত ছিলেন। সেরা ১০০ ব্যাটারের তালিকায় প্রবেশ করে যৌথভাবে ৯০তম স্থানে এখন হৃদয়।

 

Advertisement

 

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version