ভারতীয় তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল সম্পর্কে মন্তব্য করেছেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ব্রায়ান লারা। মন্তব্য বলার চেয়ে একে ‘চিন্তিত আছেন’ বলা ভালো। লারা জানাচ্ছেন তাঁর রেকর্ডগুলো যদি ঝুঁকিতে থাকে, সেখানে জয়সওয়াল সবচেয়ে বড় কারণ হতে পারে।
জয়সওয়ালের বয়স কেবল ২২ বছর। এরমধ্যে যা করছেন এবং করে যাচ্ছেন- তা নিয়ে আলাপ উঠছে চারদিকে। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে শুরুর দিকে কিছুটা ছন্দহীন থাকলেও ইতোমধ্যে একটি অপরাজিত শতক, একটি পঞ্চাশোর্ধ ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। তবে সর্বশেষ আইপিএলে ছিলেন দুর্দান্ত।
আইপিএলের গত মৌসুমে ১৪ ইনিংসে ৪৮.০৭ গড়ে ৬২৫ রান সংগ্রহ করেন এই ব্যাটার। যেখানে স্ট্রাইক রেট ছিল ১৬৩.৬১। আন্তর্জাতিক ক্যারিয়ারে দারুণ বার্তা দিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট অভিষেকে ১৭১ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। এরমধ্যে খেলেছেন ১৭ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। সেই ম্যাচগুলোতে নিজের ব্যাটিং ঝলক ভালোভাবেই দেখিয়েছেন এই তরুণ।
লারা সম্প্রতি বলেন, “আমি যদি মনে করি আমার রেকর্ড ঝুঁকিতে আছে, তবে জয়সওয়ালের ভালো সুযোগ আছে তা ভেঙে ফেলার। তাঁর সেই সামর্থ্য আছে। ইতোমধ্যে ২ টি ডাবল হান্ড্রেড করেছে সে। সে এতই ভালো।“
কিছুদিন আগে শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজ। সেই সিরিজে ২ টি দ্বি-শতক পেয়েছেন জয়সওয়াল। গড়ের দিকে তাকালে দেখা যায় ৮৯, যেখানে ৯ ইনিংস খেলে তাঁর সংগ্রহে ছিল ৭১২ রান। রোহিত শর্মার অধিনায়কত্বে গড়া ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও গৌরবের সাথে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
এম/এইচ