Connect with us

খেলাধুলা

পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে যা বললেন এমবাপ্পে

Published

on

কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়বেন এটা নিশ্চিত ছিল বললেই চলে। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। সেই ঘোষণা দিয়ে দিয়েছেন ফরাসি তারকা। আগামী রোববার পার্ক ডু প্রিন্সেসে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

সেখানে ফরাসি সেনসেশন আরও জানান, এই মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি। যাওয়ার আগে পিএসজিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতানোর লক্ষ্য ছিল তার। কিন্তু সেমিফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে স্বপ্ন ভেঙে গেছে।

এমবাপ্পে গেলো কয়েক মৌসুম ধরেই রিয়াল মাদ্রিদে যাবেন, যাচ্ছেন করলেও থেকে গেছেন পিএসজিতে। ভিডিও বার্তায় অবশ্য রিয়ালে যাওয়ার তেমন কোনো ইঙ্গিত দেননি। কোথায় যাবেন সেটাও জানাননি।

তিনি বলেন, ‘পিএসজিতে এটাই আমার শেষ বছর। চুক্তি আর নবায়ন করছি না। কয়েক সপ্তাহের মধ্যে অ্যাডভেঞ্চার শেষ হবে। রোববার পার্ক ডু প্রিন্সেসে আমি শেষ ম্যাচ খেলতে নামব।’

এই মৌসুমে পিএসজি লিগ ওয়ান জিতেছে। গেলো ১২ মৌসুমে এটা তাদের দশম শিরোপা। রোববার তুঁলুজের বিপক্ষে খেলা। প্রান্তসীমায় আসা মৌসুমে লিগে প্যারিসের শেষ হোম ম্যাচ এটা। আর সেখানেই বিদায় বলতে চান এমবাপ্পে। ট্রফি হাতে সুন্দরভাবে বিদায় নিতে চান তিনি।

Advertisement

গেলো ফেব্রুয়ারিতে এমবাপ্পে ব্যক্তিগতভাবে জানান, তিনি আর থাকছেন না পিএসজির সঙ্গে। চুক্তির মেয়াদও শেষ এ মৌসুমে। ২৫ বছর বয়সী এই ফুটবলার এখনও রহস্য রেখে দিয়েছেন নিজের ভবিষ্যত নিয়ে।

কেএস/

ক্রিকেট

বিশ্বকাপ শেষে দেশে ফিরলো বাংলাদেশ

Published

on

টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তারা।

বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বে পেরিয়ে সুপার এইটে উঠে বাংলাদেশ। তবে বরাবরের মতো ব্যর্থ হয় নকআউট পর্বে পা রাখতে। তারপরও এ আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ। এ বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে টাইগাররা। যা বাংলাদেশের এক আসরে সর্বোচ্চ।

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

পাওয়ারপ্লেতে কোহলি ও পান্টকে হারালো ভারত

Published

on

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে। বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হলো আজকের ম্যাচটি। প্রভিডেন্সের মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে ভারত। দলটি ভিরাট কোহলি ও রিশাব পান্টের উইকেট হারিয়েছে।

ভারতের ব্যাটাররা অনেকটা মারমুখী ব্যাটিং শুরু করছিল প্রথমেই। রোহিত শর্মার ব্যাট চলছিল। ভিরাট কোহলিও নিজের ভূমিকা রাখতে চেষ্টা করলেন রিস টপলির দ্বিতীয় ওভারে। দুর্দান্ত একটি ছক্কা হাঁকানোর পরের বলে ফিরতে হয়েছে তাকে। সরাসরি বোল্ডে তাকে ফিরিয়েছেন টপলি।

এরপর রিশাব পান্টের সাথে ব্যাট চালান রোহিত। চেষ্টা করতে থাকেন বড় শট খেলার। সফলও হয়েছেন। টপলির তৃতীয় ওভারেই নিজের দক্ষতা দেখিয়ে ২ টি বাউন্ডারি তুলে নিয়েছেন এই ব্যাটার।

পাওয়ারপ্লের শেষ ওভার করতে আসেন স্যাম কারেন। এই বোলারের দ্বিতীয় ডেলিভারিতে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরেছেন রিশাব পান্ট। ব্যাটে কেবলই ৬ বলে ৪ রান আসে।

প্রথম ৬ ওভার শেষে রোহিত শর্মা ১৮ বলে ২৬ রানে এবং নতুন ব্যাটার সূর্যকুমার যাদব ৩ বলে ৫ রানে অপরাজিত আছেন।

Advertisement

 

এম/এইচ

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বৃষ্টিতে পণ্ড হলে ফাইনাল খেলবে ভারত

Published

on

ভারত-ইংল্যান্ড ম্যাচে যে আশঙ্কা ছিল, তাই ঘটছে। প্রভিডেন্সে এখন বৃষ্টির হানা। তবে জানা যায় বৃষ্টি থেমে গেছে। কিছুক্ষণের মধ্যে টস হবে। তবে আজকের ম্যাচের জন্য অতিরিক্ত ২৫০ মিনিট বরাদ্দ করা আছে। আর একেবারেই ম্যাচ শুরু না হলে নিয়ম অনুযায়ী ফাইনালে যাবে ভারত।

দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে ফাইনাল। এখন তাদের সঙ্গী হবে কে? তা জানতে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় মুখোমুখি হওয়ার কথা ভারত ও ইংল্যান্ডের। সেই ম্যাচের আগে কিছুটা দেখা গেছে শঙ্কা।

যে শঙ্কার আশঙ্কা ছিল। এই ম্যাচের জন্য আলাদা কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। যদি ম্যাচটি বৃষ্টির কারণে একেবারেই মাঠে না গড়ায়, সেক্ষেত্রে ভারতকে জয়ী ঘোষণা করা হবে। আইসিসি থেকেই অবশ্য নিয়মটি দেওয়া হয়েছে।

সুপার এইটে যে দল শীর্ষে থাকবে ম্যাচ জয় ও পয়েন্টের মাধ্যমে- তাদের সুযোগ থাকবে কোয়ালিফাই করার। যদি এমন কোনো কারণে ম্যাচ অনুষ্ঠিত না হয়। সুপার এইটের পয়েন্ট তালিকা বলছে, ইংল্যান্ডের চেয়ে ভারতের পয়েন্ট বেশি। যেখানে ইংল্যান্ডের ৩ ম্যাচে ৪ পয়েন্ট, সেখানে ভারতের ৩ ম্যাচে ৬ পয়েন্ট।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version