Connect with us

খেলাধুলা

টিভিতে আজকের খেলা

Published

on

খেলা

খেলা দেখতে কার না ভালো লাগে। দেখে নিই কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে-

ক্রিকেট

৫ম টি-টোয়েন্টি

বাংলাদেশ-জিম্বাবুয়ে

সরাসরি, সকাল ১০টা;

Advertisement

টি স্পোর্টস ও গাজী টিভি

আইপিএল

চেন্নাই-রাজস্থান

সরাসরি, বিকেল ৪টা;

টি স্পোর্টস ও গাজী টিভি

Advertisement

বেঙ্গালুরু-দিল্লি

সরাসরি, রাত ৮টা;

টি স্পোর্টস ও গাজী টিভি

২য় টি-টোয়েন্টি

আয়ারল্যান্ড-পাকিস্তান

Advertisement

সরাসরি, রাত ৮টা;

টফি লাইভ

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যান ইউনাইটেড-আর্সেনাল

Advertisement

সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট;

স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা

ডার্মস্টাট-হফেনহাইম

সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট;

Advertisement

সনি স্পোর্টস ২

বায়ার্ন-ভলফসবুর্গ

সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট;

সনি স্পোর্টস ২

বোখুম-লেভারকুসেন

Advertisement

সরসরি, রাত ১১টা ৩০ মিনিট;

সনি স্পোর্টস ২

লা লিগা

অ্যাটলেটিকো-সেল্টা ভিগো

সরসরি, রাত ৮টা ১৫ মিনিট;

Advertisement

র‍্যাবিটহোল

সিরি আ

আটালান্তা-রোমা

সরাসরি, রাত ১২টা ৪৫ মিনীট;

র‍্যাবিটহোল

Advertisement

ফ্রেঞ্চ লিগ ওয়ান

পিএসজি-তুলুজ

সরাসরি, রাত ১টা;

র‍্যাবিটহোল তথ্যসূত্র: রাইজিংবিডি

কেএস/

Advertisement

ফুটবল

৩১ আর ২০ বছরের ইতিহাস ভাঙলো ইতালি-সুইজারল্যান্ড 

Published

on

১৯৯৩ সালের পর ইতালির বিপক্ষে জিততে পারেনি সুইজারল্যান্ড। আর ২০০৪ ইউরোর পর কখনো ইউরোর কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নেয়নি ইতালি।

তবে শনিবার রাতে সেই ৩১ আর ২০ বছরের ইতিহাস শুরু হলো নতুন করে।  জার্মানির বার্লিনে শেষ ষোলোর ম্যাচে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।

২৪ মিনিটেই প্রায় গোল পেয়ে যাচ্ছিল  সুইসরা।  তবে ব্রিল এমবোলোর ওয়ান-অন-ওয়ানে শট ঠেকিয়ে দেন দোন্নারুম্মা।

৩৭ মিনিটে আর জাল সুরক্ষিত রাখতে পারেননি ইতালি অধিনায়ক।  নটিংহাম মিডফিল্ডার রেমো ফ্রেলারের নেয়া জোরালো শট দোন্নারুম্মার পায়ে লাগলেও চলে যায় জালে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই দ্বিতীয় গোল পায় সুইজারল্যান্ড।  বক্সের বাইরে থেকে রুবেন ভারগাসের নেওয়া কোনাকুনি শট আটকাতে পারেননি ইতালির গোলরক্ষক।

Advertisement

দুই গোল হজমের পর ইতালি আক্রমণের গতি বাড়ালেও লাভ হয়নি।  হার নিয়েই মাঠ ছাড়তে হয় ২০২০ ইউরোর চ্যাম্পিয়নদের।

দিনের অপর ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ২-০ গোলের জয়ে পেয়েছে জার্মানি।

ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে প্রথমার্ধ গোলশূন্য থাকে দুই দল।  দ্বিতীয়ার্ধে জোয়াকিম অ্যান্ডারসেনের হ্যান্ডবল থেকে পেনাল্টি উপহার পায় জার্মানি।  ৫৩ মিনিটে স্পট কিকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন কাই হাভার্টজ।

৬৮ মিনিটে শোলটারবেকের লম্বা পাস থেকে বল জালে পাঠান জামাল মুসিয়ালা।  চলতি ইউরোয় জার্মান তারকার এটি তৃতীয় গোল।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

খেলাধুলা

সাকিবের অনলাইন জুয়ার বিজ্ঞাপন নিয়ে যা বললেন সিআইডি প্রধান

Published

on

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের অনলাইন জুয়ার বিজ্ঞাপন চোখ পড়ে।

সাংবাদিকরা বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান (অতিরিক্ত আইজিপি) মোহাম্মদ আলী মিয়ার নজরে আনলে তিনি বলেছেন, কোনো ব্যক্তির দিকে না গিয়ে আইনের মধ্যে থাকতে।

রোববার (৩০ জুন) দুপুরে সিআইডি কার্যালয়ে ‘অনলাইন জুয়া ও মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ’ বিষয়ক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিআইডি প্রধান বলেন, ‘দেশে অনলাইন জুয়া বা গ্যাম্বলিং নিয়ন্ত্রণে অন্যতম চ্যালেঞ্জ তথ্যের ঘাটতি এবং কোনো গবেষণা ও সুনির্দিষ্ট আইন না থাকা। ধারণা করা হচ্ছে, দেশে সাড়ে ৬ হাজারের বেশি গ্যাম্বলিং টিম রয়েছে।’

তিনি বলেন, ‘অনলাইন জুয়া (গ্যাম্বলিং) নিয়ন্ত্রণে আইন প্রণয়ন জরুরি। না হলে অর্থ পাচারসহ নানা ধরনের অনলাইনভিত্তিক অপরাধ বাড়বে। আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।’

Advertisement

আলী মিয়া আরও বলেন, ‘মোবাই ব্যাংকিং প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটরগুলোকে আইনের আওতায় আনা জরুরি। ই-মানিতে টাকার সোর্স কখনো দেখা হয় না। এ বিষয়ে বেশ কিছু মামলা হয়েছে।’

অনলাইনে অর্থ পাচারসহ অপরাধ দমনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টা লাগবে। না হলে একক ইউনিটের পক্ষে এগুলো বন্ধ করা কঠিন বলে জানিয়েছেন সিআইডি প্রধান।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর ও রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির বিষয়ে জানতে চাইলে আলী মিয়া বলেন, ‘সরকারি কোনো কর্মকর্তা যদি সার্ভিস চলাকালে অপরাধ করেন, এজন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে। এ বিষয়ে এখানে প্রশ্ন না টানাই ভালো।’

কেএস/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

পিচের মাটি খেয়ে রোহিত শর্মার উদযাপন

Published

on

জয় নিশ্চিত হবার পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ছুটে যান বার্বাডোজে ২২ গজের পিচে।  পিচের কাছে গিয়ে শান্ত হয়ে বসে আঙুল দিয়ে খুঁচিয়ে পিচের ছোট্ট একটু মাটি তুলেন তিনি।  আঙুল দিয়ে সেই মাটি একটু নাড়িয়ে মুখে দেন। এরপর আরেকটু মাটি তুলে আবারও মুখে দেন রোহিত।

কিছুক্ষণ আগেই এই পিচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ভারত।  তাই পিচের মাটি মুখে নিয়ে রোহিতের এমন উদযাপন।  ম্যাচ শেষে ভারতীয় অধিনায়কের সেই উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে আইসিসি।

কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের লক্ষ্যমাত্রা দেয় বিরাট কোহলিরা।  রান তাড়ায় নেমে নিজেদের বাগে খেলা নিয়ে এলেও, শেষে এসে ফসকে যায় প্রোটিয়াদের হাত থেকে।  শেষ পর্যন্ত ৭ রানের জয় লাভ করে ভারত।

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version