Connect with us

আন্তর্জাতিক

পাথরবোঝাই ট্রাকের ধাক্কা বাসে, নারী-শিশুসহ নিহত ১১

Published

on

ট্রাকের

ভারতের উত্তরপ্রদেশে পার্ক করে রাখা একটি বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় ১১ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (২৫ মে) রাতে এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শাহজাহানপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট অশোককুমার মীনা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে গোলা বাইপাস রোডে শাহজাহানপুরের একটি ধাবায় বেসরকারি একটি বাস রাখা ছিল। পূর্ণগিরি থেকে সীতাপুরে যাচ্ছিল বাসটি। সেখানে একটি পাথরবোঝাই ট্রাক সোজা এসে ধাক্কা দেয় বাসটিকে। সঙ্গে সঙ্গে বাসটি উলটে যায়।

তিনি আরও জানান, প্রায় তিন ঘণ্টা চলে উদ্ধারকাজ। দেখা যায়, বহু তীর্থযাত্রী ট্রাকের তলায় এমনভাবে চাপা পড়েছেন, ক্রেনে তাদের নিথর দেহ বের করতে হচ্ছে। আক্রান্তদের অধিকাংশই স্ত্রী ও শিশু বলে জানা গেছে।

পুলিশ সুপারিটেন্ডেন্ট অশোককুযান জানান, রাত সাড়ে এগারোটা নাগাদ গোলা বাইপাস রোডে একটি লোডেড ট্রাক দাঁড়া করে রাখা ছিল তখন এক বাসে ধাক্কা মেরে সেটিতে উলটে দেয়া হয়। কিছু মানুষ বাস থেকে নেমে ধাবায় খাবার খাচ্ছিলেন। বাকিরা বাসেই বসেছিলেন। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ১০ জন আহত। সব মরদেহ উদ্ধার করা হয়েছে । আক্রান্তদের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে।

Advertisement

তিনি জানান, আহতদের সকলকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

কেএস/

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৫, আহত ৬০

Published

on

ছবি- সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে ও আহত হয়েছেন অন্তত ৬০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর- হিন্দুস্তান টাইমস

এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ৮ জন নিহত ও ১৫ জন আহতের খবর দিয়েছিলো।

সোমবার (১৭ জুন) শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। দার্জিলিঙের ফাঁসি দেওয়া এলাকায় একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানায় দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায়।

এদিকে ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

তিনি লিখেছেন, এই মাত্র দার্জিলিঙের ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দিয়েছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

অন্যদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১০ লাখ, গুরুতর আহতদের আড়াই লাখ ও অপেক্ষাকৃত কম আহতের পঞ্চাশ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে।

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫

Published

on

ছবি- এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আহত হয়েছেন অন্তত ২৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর- এনডিটিভি

সোমবার (১৭ জুন) শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানায় দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায়।

এদিকে ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, এই মাত্র দার্জিলিঙের ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দিয়েছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ২, আহত ১৪

Published

on

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওল্ড সেটেলারস পার্কে গোলাগুলিতে ২ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহতের পরিচয় পুলিশ জানায়নি।

গেলো শনিবার স্থানীয় সময় রাত ১১ টায় জুনটেন্থ উৎসবের সময় এ ঘটনা ঘটে।

রোববার রাউন্ড পুলিশ প্রধান অ্যালেন ব্যাংকস বলেন, একটি কনসার্টে দুই গ্রপের মধ্যে বাদানুবাদ শুরু হলে এই গোলাগুলির ঘটে। ঘটনাস্থলে নিহত দুজন বাদানুবাদে জড়িত ছিলো না। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অ্যালেন ব্যাংকস আরো জানায়, তদন্তের পাশাপাশি পুলিশ এ ঘটনায় জড়িতদের খুঁজছে।

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version