পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিএনপি

এক সপ্তাহ আগেই ‘অন্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি’ মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

গেলো বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।' আবার তাঁর এই মন্তব্য নিয়ে জোর সমালোচনা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিএনপি।

আজ শুক্রবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চান।

তিনি বলেন, আওয়ামী লীগের সমাবেশে বিএনপির উদ্দেশ্যে বড় বড় নেতারা হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন। এরপর আবার পররাষ্ট্রমন্ত্রী কেনো ক্ষমতায় টিকে থাকতে ভারতের সহায়তা চায়। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ স্বাধীন দেশ থাকবে কিনা।

এ প্রশ্ন কেনো আসছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার, লুটপাট ডাকাতি করে জনগণের পেটে হাত দিয়েছে। এমন কোনো জিনিস নাই যেটার দাম বাড়েনি।

উত্তরায় গার্ডার পড়ে মৃত্যুর জন্য ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট পিডিসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেনো সরকার, প্রশ্ন রাখেন মির্জা ফখরুল।

Recommended For You

About the Author: মেঘ হাসান

As a journalist, I am entitled to find out the truth behind every incident.
Exit mobile version