Connect with us

ফুটবল

প্রিমিয়ার লিগে শীর্ষে আর্সেনাল

Published

on

বোর্নমাউথকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তিন জয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। এদিকে হ্যারি কেনের রেকর্ড গড়ার দিনে উল্ফসের বিপক্ষে ১-০ গোলের জয় নিশ্চিত করেছে টটেনহ্যাম।

মাত্র এক বছর আগে লিগে টানা তিন ম্যাচে পরাজয় দিয়ে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বাজেভাবে মৌসুম শুরু করেছিল গানারা। আর এ বছর ঠিক তার উল্টো পথে হেঁটে তিন ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল।

বোর্নমাউথের ভিটালিটি স্টেডিয়ামে মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের ১১ মিনিটের দুই গোলে আর্সেনাল শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায়। ম্যাচ শেষে জয়ের নায়ক এই নরওয়েজিয়ান তরুণ বলেন, ‘গত মৌসুমের সাথে তুলনা করলে আমরা কিছুটা হলেও এগিয়ে আছি। কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। পরিশ্রম চালিয়ে যেতে হবে, যাতে করে এই ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়া যায়।’

গাব্রিয়েল জেসুসের দুর্দান্ত পাসে গাব্রিয়েল মার্টিনেলি বল পেয়ে তা এগিয়ে দেন ওডোগার্ডের দিকে। পাঁচ মিনিটে সহজ ফিনিশিংয়ে সফরকারীদের এগিয়ে দেন ওডেগার্ড। ছয় মিনিট পর আবারো জেসুসের সহায়তায় আর্সেনাল অধিনায়ক ওডেগার্ড ১০ গজ দুর থেকে ব্যবধান দ্বিগুন করেন। ৫৪ মিনিটে উইলিয়াম সালিবার অসাধারণ কার্লিং শটে আর্সেনালের বড় জয় নিশ্চিত হয়। ফরাসি ডিফেন্ডারের আর্সেনালের হয়ে এটাই ক্যারিয়ারের প্রথম গোল।

এদিকে ট্রান্সফার মার্কেটে ব্যস্ত থাকার সুফল পেয়ে গেছেন স্পার্স বস এন্টোনিও কন্টে। এবারই প্রথমবারের মত পুরো মৌসুমের জন্য তিনি টটেনহ্যামের দায়িত্ব হাতে পেয়েছেন। আর সেই সুযোগটাও ভালমতই কাজে লাগাতে চেষ্টা করছেন কন্টে। গত মে মাসে আর্সেনালের কাছ থেকে চ্যাম্পিয়ন্স লিগের জায়গাটা ছিনিয়ে নিয়ে এবার নতুন মৌসুমে প্রথম তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট অর্জন করে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। যদিও নিজেদের মাঠে প্রথমার্ধে উল্ফসের শক্ত প্রতিরোধের মুখে বারবারই হতাশ হতে হয়েছে স্পার্সদের। বিরতির পর অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামে স্বাগতিকরা। আর তার পুরস্কারও পেয়ে যায় সাথে সাথেই। ৬৪ মিনিটে সন হেয়াং-মিনের কর্ণার থেকে ইভান পেরিসিচের ফ্লিকে কেনের বুলেট হেডে ডেডলক ভাঙ্গে টটেনহ্যাম।

Advertisement

কেনের এটি ছিল প্রিমিয়ার লিগে ১৮৫তম এবং  সব মিলিয়ে টটেনহ্যামের জার্সি গায়ে ২৫০তম গোল। একটি একক ক্লাবের হয়ে এটি কোন খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড। ম্যানচেস্টার সিটির সার্জিও এগুয়েরোকে (১৮৪) তিনি এই তালিকায় পিছনে ফেলেছেন।

ম্যাচ শেষে ইংলিশ অধিানয়ক কেনের প্রশংসা করতে ভুল করেননি কন্টে, ‘আমি মনে করি প্রত্যেক খেলোয়াড়ই ব্যক্তিগত কিছু অর্জনের জন্য সবসময়ই প্রস্তুত থাকে। কেনও তার ব্যতিক্রম নয়। তবে সাথে সাথে দলীয় শিরোপাটাও জরুরী। আমরাও এটা নিয়ে কাজ করছি। যদিও পথটা অনেক কঠিন ও দীর্ঘ। কিন্তু আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সোমবার লিভারপুলের বিপক্ষে বড় ম্যাচে মাঠে নামবে টেবিলের তলানিতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড।

এদিকে তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করা লিস্টার সিটি কালও হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি। কিং পাওয়ার স্টেডিয়ামে বদলী বেঞ্চ থেকে উঠে আসা চে এ্যাডামসের দুই গোলে সাউদাম্পটন ২-১ গোলে পরাজিত করেছে লিস্টারকে। চেলসিতে যাবার গুঞ্জনে কাল ব্রেন্ডন রজার্সের দল থেকে বাদ পড়েছিলেন ওয়েসলি ফোফানা। একমাত্র ক্লাব হিসেবে এবারের ট্রান্সফার উইন্ডোতে এখনো কোন অর্থ ব্যয় করেনি লিস্টার। কিন্তু উইন্ডোর শেষ ১০ দিনে তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

জেমস ম্যাডিসনের ফ্রি-কিকে ফক্সেসরাই ৫৪ মিনিটে এগিয়ে গিয়েছিল। কিন্তু রক্ষনভাগের দূর্বলতায় এ্যাডামসের দুই গোল আটকানো সম্ভব হয়নি।

Advertisement

দিনের অপর ম্যাচগুলোতে ক্রিস্টাল প্যালেস ৩-১ গোলে এ্যাস্টন ভিলাকে, ফুলহ্যাম ৩-২ গোলে ব্রেন্টফোর্ডকে পরাজিত করেছে। গুডিসন পার্কে নটিংহ্যাম ফরেস্টের সাথে ১-১ গোলে ড্র করে প্রথম পয়েন্ট অর্জন করেছে এভারটন।

ফুটবল

প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ফোডেন

Published

on

প্রিমিয়ার লিগে (২০২৩-২৪) মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ফিল ফোডেন। পুরো সময়ে দারুণ পারফরম্যান্স করে গেছেন ফোডেন। ইম্প্যাক্ট সাব হিসেবে নেমেও দলের প্রয়োজন মিটিয়েছেন বার বার। সেই পুরষ্কারই জিতলেন সেরা খেলোয়াড় হয়ে।

সিটির হয়ে পুরো মৌসুমে ১৭ টি গোল করেছেন ফোডেন, অ্যাসিস্ট করেছেন ৮ টি। আগামীকাল (রবিবার) ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হবে ম্যানসিটির। এরমধ্যে আনন্দের মাত্রা আরেকটু বেড়ে গেল ইংলিশ ফুটবলার ফোডেনের।

দলের হয়ে নানা জায়গায় ভূমিকা রেখেছেন ফোডেন। যখন যেখানে প্রয়োজন হয়েছে সেখানেই নিজেকে উজাড় করে দিয়েছেন। কিছুদিন আগেই ‘ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন’ এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফোডেন।

Advertisement

পুরস্কার জিতে দারুণ খুশি ফোডেন। সময়টা খুব ভালোই যাচ্ছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “কী দারুণ এক সপ্তাহ! এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করতে পেরে নিজেকে বেশ সম্মানিত বোধ করছি। সবাইকে ধন্যবাদ যারা আমাকে ভোট করেছেন; সিটির স্টাফ-কোচদের, আমার পরিবার এবং অবশ্যই আমার সতীর্থদের। আমি খুবই খুশি, যেভাবে মৌসুমটা খেলেছি। এটা সম্ভব হতো না, তারা যদি আমার পাশে না থাকতো।”

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

সেরা তরুণ খেলোয়াড় হলেন পালমার

Published

on

চেলসির জন্য মৌসুমটা মোটেও ভালো যায়নি। শুরুটা হয়েছিল বেশ খারাপ, শেষদিকে এসে তবুও কিছুটা সম্মান বাঁচানো হয়েছে। টেবিলের ৬ নম্বরে এখন অবস্থান করছে দলটি। তবে চেলসির তরুণ খেলোয়াড় কোল পালমার মুগ্ধ করেছেন মৌসুম-জুড়ে। তার স্বীকৃতিও জুটলো, প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

পালমার অনেকটা একা হাতে চেলসিকে কিছুটা এগিয়ে দিয়েছেন। বলা হয় এমনটা। তিনি ৩৩ ম্যাচে ২২ গোল, ১০ অ্যাসিস্ট করেছেন। চেলসির হয়ে ঘরের মাটিতে ১৬ গোল করেছেন এই ইংলিশ উইঙ্গার। যা কিনা দিদিয়ের দ্রগবা ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পর পালমার এই অর্জনে ভাগ বসালেন।

সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করেছেন পালমার। তিনি লিখেছেন, “দারুণ! প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় বানানোর জন্য। যারা আমাকে ভোট দিয়েছেন, সকলকে ধন্যবাদ। ক্লাবের সব সদস্য, পরিবার আর বন্ধুদের ছাড়া এ অর্জন কখনো সম্ভব হতো না।”

Advertisement

ম্যানচেস্টার সিটি থেকে গত গ্রীষ্মের দল-বদলে পালমারকে দলে নেয় চেলসি।

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মেসি-বার্সার চুক্তির সেই ন্যাপকিন নিলামে বিক্রি

Published

on

১৩ বছর বয়সী লিওনেল মেসি বার্সেলোনার ট্রায়ালে সবাইকে অবকা করে দিয়েছিলেন।  মেসির প্রতিভায় মুগ্ধ হয়ে যেন অন্য কোনো ক্লাব তাকে কিনতে না পারে, সে জন্য তাড়াহুড়া করে একটি ন্যাপকিন পেপারের ওপর আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করেছিলো বার্সেলোনা।

গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপার মার্চে নিলামে তুলবে ব্রিটিশ নিলামপ্রতিষ্ঠান বোনহামস।  নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল ৩ লাখ ডলার।

মার্চে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, ন্যাপকিন পেপারের দাম ৬ লাখ ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে। কিন্তু মেসি-বার্সা চুক্তির সেই ন্যাপকিন পেপারটি শুক্রবার নিলামে ৯ লাখ ৬৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ২৯ লাখ টাকা) বিক্রি হয়েছে।

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version