নির্বাচন কমিশন ‘অন্ধ ও বধির’: বদিউল আলম

কাজী আবদুল আউয়ালের বর্তমান নির্বাচন কমিশন (ইসি) কিছু শুনতে চায় না, দেখতেও পায় না। এই কমিশন ‘অন্ধ ও বধির’। বললেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। 

রোববার (২৮ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সুজন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. বদিউল আলম বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিননের (ইভিএম) কারিগরি ত্রুটি না দেখে তিনি ১৫০ আসনে ইভিএমে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তারা কি উদ্দেশে এমন কাজ করছেন তা আমাদের বোধগম্য নয়। 

তিনি আরও বলেন, ইভিএম একটি দুর্বল যন্ত্র। নির্বাচন কমিশন বলছে, ইভিএমে কারচুপির সুযোগ নেই। এটি নির্ভুল প্রমাণের দায়িত্ব কমিশনের। ইভিএমের নিয়ন্ত্রণ বাইরের কারো হাতে না থাকলেও নির্বাচন কমিশন ও কর্তা ব্যক্তিদের হাতে আছে। ১৫০ আসনে ইভিএম দেয়ার সিদ্ধান্তের ফলে কমিশন প্রতিটি মানুষের আস্থা হারিয়েছে।

বদিউল আলম বলেন, আমাদের শঙ্কা নির্বাচন কমিশনের সততা, বিশ্বাসযোগ্যতা ও ইভিএমের কারিগরি ত্রুটি নিয়ে। ব্যালট পেপার না হলে তারা (নির্বাচন কমিশন) যা বলবে তাই চূড়ান্ত। এটা যাচাই করা আমাদের পক্ষে কঠিন। 

টিআর

Recommended For You

Exit mobile version