Connect with us

ফুটবল

রিয়াল সোসিয়েদাদকে নিয়ে বার্সার ছেলেখেলা

Published

on

বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজকে টপকে বার্সেলোনার পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন মেসি। এমন ঐতিহাসিক দিনে নিজের রেকর্ডকে স্মরণীয় রাখতে রিয়াল সোসিয়েদাদকে নিয়ে ছেলে খেলায় মেতে উঠলেন মেসি। সোসিয়েদাদকে তাদেরই ঘরের মাঠে ১-৬ গোলে উড়িয়ে দিয়ে লিগ জয়ের আশা এখনো বাঁচিয়ে রাখলো রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

গতকাল বার্সেলোনার আগেই মাঠে নামে অ্যাথলেটিকো মাদ্রিদ। আলাভেসকে ১-০ গোলে হারিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে যায় দিয়েগো সিমিওনের দল। তাই শিরোপা রেসে টিকে থাকতে সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিলো না বার্সার সামনে। বাঁচা-মরার ম্যাচে একসঙ্গে জ্বলে উঠলো কাতালানরা।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই চড়াও হয় বার্সেলোনা। কাতালানদের একের পর এক আক্রমণে নাভিশ্বাস উঠে সোসিয়েদাদের ডিফেন্সে। রোনাল্ড কোম্যানের দলের দারুণসব আক্রমণে সামান্য প্রতিরোধও করতে পারেনি স্বাগতিকরা।

ফলে প্রথমার্ধের ৩৬তম মিনিটে গোলের সূচনা করেন গ্রিজম্যান। গোল করে নিজের জন্মদিন স্মরণীয় করে রাখলেন বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা। এরপর ৪২ এবং ৫২তম মিনিটে দুইটি গোল করেন আমেরিকান তারকা সার্জিনো ডেস্ট। বার্সার হয়ে লিগে এবারই প্রথম জালের দেখা পেলেন এই তরুণ রাইটব্যাক।
 
৫৫তম মিনিটে বুস্কেটসের উঠিয়ে মারা বল দৌড়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে রেমিরোকে পরাস্ত করেন বল জালে জড়ান মেসি। এটি ছিল লিগে মেসির ২২তম গোল। ৭০তম মিনিটে মোরিবার পাস ধরে সোসিয়েদাদের ডিফেন্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করে ব্যবধান আর বৃদ্ধি করেন উসমান ডেম্বেলে।

৭৬তম মিনিটে সোসিয়েদাদের হয়ে স্বান্তনার একটি গোল করে বেরেনেটসিয়া। ৮৯তম মিনিটে আলবার কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি মৌসুমে লা লিগায় মেসির গোল হল ২৩টি। পিচিচি ট্রফির পথে ছুটা বার্সার তারকার পিছনে থাকা লুইস সুয়ারেজের গোলসংখ্যা ১৯টি। বার্সেলোনার জার্সিতে ৭৬৮ ম্যাচে তার মোট গোল এখন ৬৬৩।

Advertisement

এই জয়ে লা লিগায় বাজে শুরুর পর ছন্দে ফেরা বার্সেলোনা টানা ১৮ ম্যাচ অপরাজিত রইলো। গত ৫ ডিসেম্বরের পর আর হারেনি তারা। প্রতিপক্ষের মাঠে এই নিয়ে সর্বশেষ ৯ ম্যাচ জয় পেল কাতালানরা।

২৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

এএ

ফুটবল

ফুটবলকে টনি ক্রুসের বিদায়

Published

on

ফুটবলকে অবশেষে বিদায় বলার সময় জানালেন টনি ক্রুস। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেই শেষ জানাবেন ক্রুস। আর জার্মানির হয়ে আসন্ন ইউরো ২০২৪ পর্যন্ত খেলবেন তিনি। এমন সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে জানিয়েছেন এই তারকা ফুটবলার।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা একবার দিয়েছিলেন ক্রুস। তবে ঠিকই ফেব্রুয়ারিতে ফিরে এসেছিলেন দলের প্রয়োজন ও কোচের ডাকে। এরপর জার্মানির হয়ে ম্যাচ খেলেছেন তিনি।

বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে জার্মানি। সেই দলে আছেন ক্রুস। আর মাদ্রিদের এক অবিচ্ছেদ্য অংশ তিনি। চলতি মৌসুম দিয়ে তার মেয়াদ শেষ হতো। এরপর চুক্তি বাড়ানো নিয়ে হতে পারতো আলোচনা, তবে তেমন আর সুযোগ দিলেননা এই মিডফিল্ডার।

রিয়ালের হয়ে ক্যারিয়ারে ইতি টানার ইচ্ছা ছিল ক্রুসের। সেই আশাও পূরণ হচ্ছে তার। তিনি বলেন, “এই গ্রীষ্মে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর একজন সক্রিয় ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ার শেষ হবে। যেমনটা আমি সবসময় বলতাম। রিয়াল মাদ্রিদ আমার বর্তমান ও ক্যারিয়ারের শেষ ক্লাব হবে।”

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

দল ঘোষণা করলো আর্জেন্টিনা

Published

on

কোপা আমেরিকার আগে ৯ জুন ইকুয়েডর ও ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।  ম্যাচ দুটিকে সামনে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।  ঘোষিত স্কোয়াডে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার এ দলে জায়গা হয়নি বিশ্বকাপজয়ী দলের সদস্য এএস রোমা তারকা পাওলো দিবালার।   তবে আছে অভিজ্ঞ আনহেল দি মারিয়া

আগামী ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে মহাদেশীয় টুর্নামেন্ট শুরু করবে আরেটিনা।  গ্রুপ ‘এ’তে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা দের অন্য দুই প্রতিপক্ষ আছে পেরু ও চিলি।

 আর্জেন্টিনা দল

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরেনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেজ।

Advertisement

ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেয়া, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো।

মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এজেকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো।

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া, ভ্যালেন্টিন কার্বনি, লিওনেল মেসি, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

নতুন কোচের নাম ঘোষণা করলো লিভারপুল

Published

on

গুঞ্জন ছিলো অনেক দিন থেকেই। এবার অফিসিয়াল ভাবে নতুন কোচে হিসেবে আর্নে স্লটের নাম ঘোষণা করলো লিভারপুল।

সামাজিক যোগাযোগমাধ্যম লিভারপুল জানিয়েছে, ‘আমরা ঘোষণা করছি, ক্লাবের নতুন প্রধান কোচ হওয়ার ব্যাপারে চুক্তিতে সম্মত হয়েছেন আর্নে স্লট। ওয়ার্ক পারমিট পাওয়া সাপেক্ষে ১ জুন ২০২৪ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।’

বিবিসির তথ্য মতে, ৪৫ বছর বয়সী স্লটকে আনতে ফেইনুর্ডকে ৯৪ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে লিভারপুল। গত মৌসুমে ডাচ ক্লাবটিকে শীর্ষ লিগ জিতিয়েছেন স্লট। এবার তাঁর অধীনে লিগে দ্বিতীয় হওয়ার পাশাপাশি ডাচ কাপ জিতেছে ফেইনুর্ড।

Advertisement

২০২১ সালে ক্লাবটির কোচের দায়িত্ব নেওয়ার দুই বছর পর প্রিমিয়ার লিগে কোনো ক্লাবের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন স্লট। তখন এই ডাচ কোচের সঙ্গে যোগাযোগ করেছিল টটেনহাম হটস্পার।

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version