‘প্রধানমন্ত্রীর ভারত সফরে ৭ চুক্তি সই হতে পারে’

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে সাতটি চুক্তি ও সমঝোতা সই হতে পারে। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকাল চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফর ইস্যুতে এই ব্রিফিং করেন মন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে নিরাপত্তা, আন্তঃসংযোগ ও বাস চলাচল নিয়ে আলোচনা হবে। এছাড়াও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সৈনিকদের বঙ্গবন্ধু স্কলারশিপ দেয়া হবে।

ড. মোমেন বলেন, তার সফরে দ্বিপাক্ষিক অনিষ্পন্ন ইস্যুগুলোও নিষ্পত্তির ইতিবাচক অগ্রগতি হতে পারে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক নতুন উদ্যোগ গৃহীত হবে।

প্রধানমন্ত্রী এর আগে ২০১৯ সালের অক্টোবরে ভারত সফর করেন। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল সামিটে অংশ নেন তিনি।

২০২১ সালে ভারতের সে সময়কার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুজিববর্ষের আয়োজনে যোগ দিতে বাংলাদেশ সফর করেন।

টিআর

 

Recommended For You

Exit mobile version