Connect with us

আন্তর্জাতিক

ভারতে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১২১

Published

on

ভারতে-পদদলিত-হয়ে-মৃত্যু

উত্তরপ্রদেশের হাথরসের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে ১২১ জনের। আহত হয়েছেন আরো অনেকে। এ ঘটনায় নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি ওরফে ভোলেক বাবাকে খুঁজছে পুলিশ। এরই মধ্যে তার আশ্রমে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু ধর্মগুরুর সন্ধান এখনও মেলেনি বলে জানা গেছে।

বুধবার (০৩ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আজ যে কেনো সময় ঘটনাস্থলে যেতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরই মধ্যে তিনি এ ঘটনার তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটির নেতৃত্বে রয়েছেন আগরার অতিরিক্ত ডিজিপি।

পুলিশের তথ্য অনুযায়ী, ফুলরাই গ্রাম থেকে ১০০ কিলোমিটার দূরত্বে মৈনপুরি এলাকায় আশ্রম রয়েছে ভোলেবাবার। পদদলিতের ঘটনার পর সেই আশ্রমে গেছেন তদন্ত কমিটির সদস্যরা। প্রশাসনের নির্দেশ, এ ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের যেন কঠোর শাস্তি দেয়া হয়।

হাথরসের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আলোচনা তৈরি হয়েছে এ বিপর্যয়ের কারণ নিয়ে। পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় আয়োজক সৎসঙ্গ কমিটিকে দায়ী করছেন অনেকে। অনেকে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন। আবার অনেকের দাবি, আগত ভক্তদের হুড়োহুড়ির কারণেই এ ঘটনা।

Advertisement

মঙ্গলবার (০২ জুলাই) হাথরসে সৎসঙ্গের ডাক দিয়েছিলেন নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা। অনুষ্ঠানের শেষে হুড়োহুড়ি পড়ে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, সৎসঙ্গের জন্য যে প্যান্ডেল বাঁধা হয়েছিল, তাতে ব্যারিকেড ছিল। পাখার ব্যবস্থা করা হয়নি। প্যান্ডেল খোলামেলা থাকলেও আর্দ্রতা ও গরমের কারণে সকলেই হাঁসফাঁস করছিলেন। ফলে সৎসঙ্গ শেষ হওয়ার পরেই মানুষ হুড়মুড়িয়ে মাঠের বাইরে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু আসা-যাওয়ার জন্য যে গেট তৈরি হয়েছিল, সেটিও অত্যন্ত সঙ্কীর্ণ হওয়ার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকে মাটিতে পড়ে যান। বাকিরা তাদের ওপর দিয়েই বাইরে বেরোনোর চেষ্টা করেন। তাতেই মারা গেছেন শতাধিক ভক্ত।

মঙ্গলবার যখন এ ঘটনা ঘটে তখন লোকসভায় ভাষণ দিচ্ছিলেন নরেন্দ্র মোদী। তার মাঝেই বিষয়টি জানতে পেরে ভাষণ থামিয়ে তিনি শোকপ্রকাশ করেন। সব রকমের সাহায্যের আশ্বাস দেন তিনি। এরপরে প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স হ্যান্ডল থেকে জানানো হয়, হাথরসের ঘটনায় মৃতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, বর্তমানে ভোলে বাবার লাখো অনুসারী রয়েছে। ভারতজুড়ে তার অনুসারী ছড়িয়ে–ছিটিয়ে আছেন। তবে উত্তর প্রদেশ, হরিয়ানা, উত্তরাখন্ড, রাজস্থান ও দিল্লিতে ভোলে বাবার অনুসারী বেশি।

 

Advertisement

এসি//

আন্তর্জাতিক

ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর প্রচেষ্টা একটু আটকানো গেছে: অমর্ত্য সেন

Published

on

ভারতের পশ্চিমবঙ্গের বোলপুরে বেসরকারি সংগঠন প্রতীচী ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় অমর্ত্য সেন।ছবি: ইটিভি ভারত

‘ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর প্রচেষ্টা কিছুটা আটকানো গেছে। মানুষ এবার আর বিজেপির ধর্মান্ধতার পক্ষে রায় দেয়নি।’ ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে এমন মন্তব্য করলেন নোবেলজয়ী প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

শনিবার (৬ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গের বোলপুরে বেসরকারি সংগঠন প্রতীচী ট্রাস্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

প্রতিবছর প্রতীচী ট্রাস্টের পক্ষ থেকে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। এবার সেই আলোচনার বিষয় ছিল, ‘কেন স্কুলে যাই: সহযোগিতার সহজ পাঠ।’ ট্রাস্টের চেয়ারম্যান অমর্ত্য সেন ছাড়াও অধ্যাপক জঁ দ্রেজ, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা ওই আলোচনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নতুন ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে বিজেপির সমালোচনা করে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘একটা সংবিধান বদলাতে গেলে যে আলোচনা দরকার, সেগুলো হয়নি । এটা আক্ষেপ ৷ আরও আলোচনার প্রয়োজন ছিল ৷ তার প্রমাণ তো দেখিনি ৷ মণিপুরে সমস্যা আর মধ্যপ্রদেশে সমস্যা নিশ্চই এক নয় ৷ এগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা করা উচিত ছিল। ক্ষমতার বলে চট করে পাশ করে দেওয়া হয় ৷ কিন্তু এটাকে খুব শুভ পরিবর্তন বলে মনে করি না ৷”

অমর্ত্য সেন বলেন, ‘এবার স্কুলে পর্যন্ত আলোচনা পৌঁছে গিয়েছিল, কিভাবে ভারতকে হিন্দুরাষ্ট্র করা যায়? তবে এটাও ঠিক যে, এখনো আমাদের শিশুদের মধ্যে হিন্দু-মুসলমান পার্থক্য একদম নেই। তাই এবার লোকসভা নির্বাচনের মাধ্যমে হিন্দু রাষ্ট্র বানানোর প্রচেষ্টা আটকানো গেছে।’

Advertisement

অযোধ্যার রামমন্দির এলাকার আসনে বিজেপি প্রার্থীর হেরে যাওয়ার বিষয়টি উল্লেখ করে অমর্ত্য সেন বলেন, ‘অযোধ্যার রামমন্দির এলাকার আসনে এবার জিততে পারেননি বিজেপির প্রার্থী। জিতেছে ধর্ম নিরপেক্ষ আদর্শের একজন প্রার্থী। তাতেই প্রমাণ হয়ে যায়, এখনো ভারতের মানুষ ধর্মনিরপেক্ষতার আদর্শে লালিত। যদিও ভারত যে একেবারে ধর্মনিরপেক্ষ দেশ, তাও নয়। ভারত বহু ধর্মের দেশ।’

এমআর//

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু

Published

on

ফ্রান্সে গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জুলাই) স্থানীয় সময় ৮ টা ও বাংলাদেশ সময় দুপুর ১২ টায় ভোট গ্রহণ শুরু হয়।

দেশটির কট্টর ডানপন্থী ও অভিবাসনবিরোধী নেতা লে পেন ও জর্ডান বারদেলার দল ন্যাশনাল র‍্যালীর সংখ্যাগরিষ্ঠতার  সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বিবিসির প্রতিবেদন বলছে, দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিতে পারে।

প্রথম দফার ভোটে লে পেনের ন্যাশনাল র‍্যালী জয় পায়। তবে দ্বিতীয় দফায়  কট্টর ডানপন্থী দলটিকে হারানোর জন্য প্রায় দুইশ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

তবে ফলাফল যাই হোক না কেন,  প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসা বর্তমানে বেশ কঠিন।

ফ্রান্সে গেলো রোববার অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের প্রথম দফায় ৩৩ শতাংশের বেশি ভোট নিয়ে এগিয়ে ছিল ডানপন্থি দল ন্যাশনাল র‍্যালি (এনআর)।

Advertisement

আর ২৮ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ফ্রান্সের বামপন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিএফ)।

অন্যদিকে ২১ শতাংশের কাছাকাছি ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দল।

ফ্রান্সে প্রায় ৪ কোটি ৯০ লাখ ভোটার আছেন। ফ্রান্সের ৫৭৭ আসনের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপেই সবকিছু নিশ্চিত করে বলে দেয় যায় না। তবে আরএন অপেক্ষাকৃত বেশি আসন পাওয়ায় দলটি বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য অন্তত ২৮৯ আসনে জিততে হবে।

এনএস/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৪

Published

on

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জন নিহত ও তিন জন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন এবং পরে একটি গাড়ি থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

রোববার (৭ জুলাই)  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার কেন্টাকির একটি বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে বন্দুকধারী গুলি চালায়।

ফ্লোরেন্স পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলেই চার জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত তিন জনকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা শনিবার ভোর ৩টার দিকে ওই বাসভবন যান। বাড়ির কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে তারা গুলি চালানোর শব্দ শুনতে পান। এ সময় জন্মদিনের পুল পার্টিতে অনেকে যোগ দিয়েছিলেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। পুলিশ আসার আগে একটি গাড়িতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী পুলিশের তাড়া খেয়ে রাস্তা ছেড়ে খাদে পড়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন ব্যক্তিকে নিজের বন্দুকের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে। তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

কর্মকর্তারা বলছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, সন্দেহভাজন ব্যক্তি ওই হামলায় একাই জড়িত ছিলেন। জনসাধারণের জন্য এখন কোনো বিপদ নেই।

 

এসি//

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version