Connect with us

বাংলাদেশ

সব ধরনের ক্রিকেটকে বিদায় সুরেশ রায়নার

Published

on

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। ভারতীয় বাঁহাতি ব্যাটার সুরেশ রায়না এবার ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিলেন। বিসিসিআই ও উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এরই মধ্যে বিষয়টি জানিয়ে দিয়েছেন রায়না। 

আজ (৬ সেপ্টেম্বর)  টুইটারে এক বিবৃতি দিয়ে সকল ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। আইপিএল থেকেও অবসর নিলেন ৩৫ বছর বয়সী রায়না।

অবসর নিয়ে টুইটারে রায়না লিখেছেন, ভারতীয় জাতীয় দল এবং রাজ্য দলের (উত্তর প্রদেশ) হয়ে খেলা আমার জন্য অনেক সম্মানের ছিল। আমি সব ধরনের ক্রিকেট (ঘরোয়া লিগ এবং আইপিএল) থেকে এখন অবসরের ঘোষণা দিচ্ছি। যদিও আমি আরও দুই তিন বছর ক্রিকেট খেলাটা উপভোগ করতে চাই। আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। আর উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস, রাজীব শুক্লা স্যার এবং আমার সব ভক্তদের ধন্যবাদ জানাই। 

আইপিএল এবং ঘরোয়া লিগে না খেলা রায়না এখন থেকে চাইলে রোডসেফটি লিজেন্ডস লিগে খেলতে পারবে। এছাড়াও ভারতের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগেও চাইলে অংশ নিতে পারবে। ইতোমধ্যে লিজেন্ডস লিগে খেলার জন্য চেষ্টা চালাচ্ছেন রায়না।

এই ক্রিকেটার উত্তর প্রদেশ থেকে অনাপত্তিপত্রও গ্রহণ করেছে। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এবং ভাইস প্রেসিডেন্ট রাজিভ শুক্লাকেও লিজেন্ডস লিগে খেলার বিষয়ে জানিয়েছেন রায়না।

Advertisement

তিনি বলেন, আমি রোড সেফটি সিরিজ খেলবো। এছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং দুবাইয়ের টি-টোয়েন্টি লিগে খেলার জন্য আমার সঙ্গে যোগাযোগ করছে, আমি শিগগিরই সিদ্ধান্ত নিব।

২০২০ সালের ১৫ আগস্ট হুট করেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। এরপরে অবশ্য আইপিএলে খেলা চালিয়ে গিয়েছিলেন এই আগ্রাসী ব্যাটসম্যান। ৩৫ বছর বয়সী রায়না সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ২০১৮ সাল থেকে প্রথম-শ্রেণির ম্যাচে খেলেননি। তিনি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

ভারতের হয়ে ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন রায়না। আর উত্তর প্রদেশের হয়ে ২০০২-০৩ সালে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। তিনি ১০৯টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে ৬৮৭১ রান করেন এবং ৪১ উইকেট নেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হওয়ার পর এই ফরম্যাটে তিনি ৩০২টি ম্যাচ খেলেন। ৮০৭৮ রান করেন এবং ৬৪ উইকেট নেন। ২০০৫ সালে জাতীয় দলে সুযোগ পান।

টি-টোয়েন্টি ক্রিকেটে রায়না ৩৩৬টি ম্যাচ খেলে ৮৬৫৪ রান এবং ৫৪ উইকেট নেন। টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান করেন তিনি। ২০১০, ২০১১, ২০১৮ এবং ২০২১ সালে চেন্নাইয়ের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০১৬ এবং ২০১৭ সালে আইপিএলে চেন্নাই নিষিদ্ধ হওয়ায় তিনি গুজরাট লায়ন্সের নেতৃত্ব দেন।

রায়না প্রজন্মের সেরা ফিল্ডারদের একজন। রায়না এই ফরম্যাটে প্রতিটিতে ১০০টিরও বেশি ক্যাচ নিয়েছেন।

Advertisement

রায়না ২০১৮ সালের পর থেকে প্রথম শ্রেণি বা লিস্ট এ ক্রিকেটে কোনো ম্যাচ খেলেননি। সর্বশেষ ২০২১ সালের আইপিএলে খেলেছেন। তিনি চেন্নাই সুপার কিংসের অন্যতম প্রধান ক্রিকেটার ছিলেন। দলটির হয়ে ১১ আসরে চার শিরোপা জিতেছেন। দলটির হয়ে ১৭৬ ম্যাচে ৪৬৮৭ রান করেছেন রায়না।

সর্বশেষ আইপিএলের নিলামে অবশ্য দলটি এই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। রায়না জাতীয় দলের জার্সিতে ৩২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে সাত হাজার রানের পাশাপাশি ৬২ উইকেট শিকার করেছেন।

 

বিআ

Advertisement

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Published

on

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়ক পথে যাত্রা করেন শেখ হাসিনা। সকাল পৌনে ১০টার দিকে গোপালগঞ্জে পৌঁছান তিনি।

এরপর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় প্রধানমন্ত্রীর সাথে তার ছোট বোন শেখ রেহানা, ভাই শেখ হেলালসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সফরে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী।

Advertisement

আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন। এরপর বিকালে ঢাকায় ফিরে আসবেন শেখ হাসিনা।

প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন যিনি

Published

on

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সিনেটে এই মনোনয়ন চূড়ান্ত হলে ঢাকাস্থ দূতাবাসে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন তিনি। ডেভিড স্লেটন মিল বর্তমানে চীনে মা‌র্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে বাংলাদেশে ডেপুটি মিশন প্রধান ছিলেন।

বৃহস্পতিবার (৯ মে) প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলর নাম ঘোষণা ক‌রেন।

জানা যায়, ডেভিড মিল বেইজিংয়ে দা‌য়ি‌ত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরোর ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপ-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি।

প্রসঙ্গত, মিনিস্টার কাউন্সিলর হিসেবে ১৯৯২ সালে ফরেন সার্ভিসে যোগ দেন ডেভিড মিল।

আই/এ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

Published

on

একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (১০ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি।

এ সফরে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন। এরপর বিকালে ঢাকায় ফিরে আসবেন শেখ হাসিনা।

Advertisement

প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version