পাকিস্তানকে সজহ টার্গেট দিলো আফগানিস্তান

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৩০ রানের সহজ টার্গেট ছুড়ে দিলো আফগানিস্তান।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তানের দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু চতুর্থ ওভারের পঞ্চম বলে হারিস রউফ ক্রস ব্যাট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান।

এরপর মোহাম্মদ হাসনাইনের করা পঞ্চম ওভারের পঞ্চম বলে আউট হন জাজাই। তারপ আর বেশি দূর আগেতে পারেনি আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ইব্রাহিম জাদরান। ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১২৯ রানের দরজায় ঠেকে মোহাম্মদ নবিদের ব্যাট।

পাকিস্তানের পক্ষে ২ উইকেট নেন হারিস রউফ।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।

আফগানিস্তান একাদশ

হযরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমাদ, মুজিব-উর রহমান এবং ফজল হক ফারুকি।

Recommended For You

Exit mobile version