প্রথম মেয়র আবুল হাসনাত আর নেই

ঢাকা পৌর করপোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় লন্ডনে নিজ বাসায় মারা যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে তার প্রথম কমিটির সদস্য ছিলেন তিনি। এছাড়া রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এম এরশাদের মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন। এরশাদের পতনের পরপরই জাতীয় পার্টি ছেড়ে ব্যারিস্টার হাসনাত আবারও বিএনপিতে যোগ দেন এবং স্থায়ী কমিটির সদস্য হন।

ঢাকা পৌরসভাকে ঢাকা পৌর করপোরেশনে পরিণত হয় ৩০ সেপ্টেম্বর ১৯৮৩ সালে। ঢাকা পৌর করপোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত। ঢাকা পৌর কপোরেশন ঢাকা সিটি করপোরেশনে রূপান্তরিত হয় ১৯৯০ সালে। নতুন আইন অনুযায়ী প্রথম নির্বাচন হয় ১৯৯৪ সালের ৩০ জানুয়ারি। পৌরসভা প্রতিষ্ঠার ১৩০ বছর পর ১৯৯৪ সালে অনুষ্ঠিত প্রথম প্রত্যক্ষ সর্বজনীন ভোটে মেয়র ও কমিশনার নির্বাচন হয়। ঢাকার প্রথম মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ।

 

বিপ্লব আহসান 

Recommended For You

Exit mobile version