Connect with us

বাংলাদেশ

চীনে নয় ভারতে আইফোন তৈরি করবে অ্যাপল

Published

on

চীনে আইফোন-১৪ তৈরি করবে না অ্যাপল। এখন থেকে তারা আইফোনের নতুন এ ভার্সন ভারতে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপল বলছে, চীন ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার কারণে তারা কিছু উৎপাদন চীন থেকে সরিয়ে নিচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

‘জিরো কোভিড’ নীতির কারণে চীনে ব্যাপক হারে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে এর প্রভাব পড়েছে ব্যবসার ওপর।  

এদিকে অ্যাপল তাদের আইফোনের নতুন ভার্ষণ চলতি মাসেই বাজারে এনেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আইফোন-১৪ তে নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এজন্য এ ফোনটি ভারতে উৎপাদন করতে পেরে আমরা উচ্ছ্বাসিত।

তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান ফক্সকন অ্যাপলের বেশিরভাগ ফোন উৎপাদন করে থাকে। তারা ২০১৭ সালের দিকে ভারতের তামিল নাড়ুতে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। যেখানে আইফোন পুরাতন ভার্ষণের ফোনগুলো উৎপাদন করা হয়। গত বছর ফক্সকন ভিয়েতনামে ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করে বলে জানিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার।

ভারতের আইফোনের উৎপাদন বেড়েছে এমন ঘোষণা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনের জন্য একটি বড় জয়।

Advertisement

গত আট বছর আগে ভারত তাদের উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি করার লক্ষ্যে একটি ফ্ল্যাগশিপ সুবিধা চালু করে।

চলতি বছরই ভারতে ৫ শতাংশ আইফোনের উৎপাদন করা হবে বলে আশা প্রকাশ করেন অ্যানলিস্ট ইনভেস্টমেন্ট ব্যাক জেপি মরগ্যান।

তাদের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার মানুষ ভারতে উৎপাদিত আইফোনের সব ভার্ষণ পাবে। 

জাতীয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন নায়েব আলী

Published

on

ঝিনাইদহ-১ ( শৈলকুপা) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার। আর কোনো প্রার্থী না থাকায় একমাত্র বৈধ প্রার্থী হিসেবে নৌকা মার্কার নায়েব আলী জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দীতায় বে-সরকারিভাবে জয়ী হয়েছেন।

শনিবার (১৮ মে) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দীতায় বে-সরকারিভাবে জয়ী হয়েছেন তিনি।

ঝিনাইদহ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান গণমাধ্যমে জানান, উপ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ মে শনিবার। শেষ দিনে ৩ জন প্রার্থীর মধ্যে খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আব্দুল আলিম ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ কারণে একমাত্র বৈধ প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার নায়েব আলী জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ হবে বলে জানান।

প্রসঙ্গত, এই আসনের সংসদ সদস্য আব্দুল হাই অসুস্থতাজনিত কারণে গত ১৬ মার্চ তারিখে মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। তিনি ২০০১ সাল থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত টানা ৫ বার এমপি ছিলেন, হয়েছিলেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীও ।

এএম/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

‘জাল ভোট পড়লে কেন্দ্র বন্ধ,পরিস্কার কথা কোনো ছাড় নাই’

Published

on

প্রার্থীদেরকে বলবো, গুন্ডা বা পেশীশক্তির ব্যবহার এবং যদি কালোটাকা ছড়ানো হয়, তাহলে প্রিজাইডিং কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীকে ডেকে ব্যবস্থা নিতে হবে। আর যদি তাতেও না হয়, তাহলে ভোট কেন্দ্র বন্ধ করে দিতে হবে। কোনো অসুবিধা নেই প্রয়োজনে এই কেন্দ্রে আবার ভোট গ্রহণ করা হবে, পরিস্কার কথা কোনো ছাড় নাই। বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।

শনিবার (১৮ মে) সকাল দুপুরে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, কেন্দ্র দখল তো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেয়া হবে।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, সকল প্রার্থীই নির্বাচন কমিশনের কাছে সমান। যে কোন মূল্যে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। কোন প্রার্থী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনি অপরাধ করলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে নির্দেশ দেন।

এসময় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পিরোজপুরের জেলা প্রশাসক জাহিদুর রহমান ও বরিশাল র‍্যাব-৮ এর অধিনায়ক কর্নেল জুবায়ের আলম শুভ উপস্থিত ছিলেন।

Advertisement

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

বাংলাদেশ

বজ্রপাতে আরও ৩ জনের মুত্যু

Published

on

টাঙ্গাইল ও গাজীপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাতে এদের মৃত্যু হয়।

টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটার সময় বজ্রপা‌তে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের মৃত আয়নাল হকের ছেলে আমির হোসেন (৫২ ) ও মৃত নূর হোসেনের ছেলে আফজাল হোসেন (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেন কালিহাতী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজীব হোসেন।

Advertisement

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, গেলোএক সপ্তাহ ধরে উপজেলার আউলিয়াবাদ বাজারে ঘর ভাড়া নিয়ে আমির ও আফজালসহ ক‌য়েকজন শ্রমিক আশপাশের বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ করতেন। শনিবার ভোরে বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামের হযরত আলীর ধান ক্ষেতে ছয়জন শ্রমিক ধান কাটতে যান। পরে বৃষ্টি ও বজ্রপাতে তা‌দের মৃত‌্যু হয়।

বীরবাসিন্দা ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান ছোহরাব আলী জানান, সকালে কয়েকজন শ্রমিক স্থানীয় হযরত আলীর ক্ষেতের ধান কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। প‌রে বজ্রপা‌তে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে ফাতেমা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা আক্তার উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের মো. নূর হোসেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তানসেন চৌধুরী।

Advertisement

নিহতের ছেলের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ফাতেমা আক্তার সকালে নানা বাড়িতে ধান শুকানোর কাজ করছিলেন। ঝড়-বৃষ্টি আসছে দেখে উঠান থেকে তিনি ধান উঠাতে যান। এ সময় বজ্রপাত হলে তার মাকে মাটিতে পরে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মো. তানসেন চৌধুরী আরও জানান, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version