আবারও সুদ হার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

আবারও সুদ হার বাড়ালো বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন এবং মূল্যস্ফীতিতে লাগাম টানতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ৫৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিলে আগের চেয়ে দশমিক ২৫ শতাংশ বেশি সুদ দিতে হবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এতে বলা হয়েছে, নতুন করে ওভারনাইট রেপো সুদহার ৫ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগের চেয়ে যা দশমিক ২৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংক বলছে, করোনা মহামারি শিথিল হওয়ার পর  অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সরবরাহ সংকট দেখা দেয়। এতে বিশ্ববাজারে অধিকাংশ পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও নিত্যপণ্যের দাম বাড়ছে। ফলে তা নিয়ন্ত্রণে সুদ হার বাড়ানো হয়েছে।

এর আগে গত ২৭ জুন ৫৫তম সভায় তা দশমিক ৫০ শতাংশ বাড়িয়ে ৫ দশমিক ৫০ শতাংশে পুনঃনির্ধারণ করে এমপিসি।

আসাদ ভূঁইয়া 

Recommended For You

Exit mobile version