৫ বিভাগে কালবৈশাখীর আভাস

সিলেট, ঢাকা, রংপুর,ময়মনসিংহ ও চট্টগ্রামের কয়েকটি অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার ৯টা পর্যন্ত আবহাওয়ার আগাম খবরে এ সব খবর জানায় আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ সময় তারা আরো জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য তারতম্য হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এস মুন্নী

Recommended For You

Exit mobile version